জামিয়া পটিয়ার হিতাকাঙ্খী ও শুভানুধ্যায়ীদের প্রতি একান্ত নিবেদন

জামিয়া পটিয়ার হিতাকাঙ্খী ও শুভানুধ্যায়ীদের প্রতি একান্ত নিবেদন

সুপ্রিয় মুসলিম হিতাকাঙ্খীগণ!

আপনারা অবশ্যই অবগত আছেন যে,আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া,দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম ইসলামী শিক্ষাকেন্দ্র। এটি ১৯৩৮ইং সন থেকে নিয়ে আজ অবধি পবিত্র কুরআন-হাদীসের আলো বিস্তার,ইসলামী তাহযীব-তামাদ্দুনের ব্যাপক প্রচার এবং কুসংস্কারমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে যোগ্য আলেম ও প্রাজ্ঞ ধর্মগুরু তৈরীর মহান দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছে। জামিয়ার বাৎসরিক খরচ প্রায় ৭ কোটি টাকার ঊর্ধে। মুসলিম ভাই-বোনদের চাঁদা-সদকাসহ সার্বিক সহযোগিতার মাধ্যমেই জামিয়া উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে চলেছে।

জামিয়ার শুভানুধ্যায়ী সুহৃদ বন্ধুগণ!

প্রতি বছর রমযান মাসে জামিয়ার প্রতিনিধিগণ জামিয়ার হিতাকাঙ্খী ও শুভানুধ্যায়ীদের সাথে দেখা-সাক্ষাত করে চাঁদা-সদকা ইত্যাদি সংগ্রহ করতেন। কিন্তু এ বছর করোনা উদ্ভূত পরিস্থিতিসহ নানা কারণে জামিয়ার প্রতিনিধিগণ সকলের সাথে সাক্ষাত করতে সক্ষম হবেন না। অতএব,জামিয়ার সকল হিতাকাঙ্খী ও শুভানুধ্যায়ীদের প্রতি একান্ত নিবেদন,জামিয়ার জন্য বরাদ্দকৃত চাঁদা-সদকা,যাকাত ইত্যাদি নিম্নের ব্যাংক একাউন্ট অথবা বিকাশ নম্বরে পাঠিয়ে ধন্য করবেন। অবশ্যই পাঠানোর পর টাকার বিবরণ (চাঁদা/সদকা) উল্লেখ করে জামিয়া কর্তৃপক্ষকে অবগত করবেন। আল্লাহ আপনাদের দানকে কবুল করেন এবং দুনিয়া-আখেরাতের সকল বিপদ-আপদ থেকে মুক্ত রাখেন,আমীন।

 

নিবেদক

আল্লামা আব্দুল হালীম বুখারী

মহাপরিচালক : আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ।

 

যোগাযোগ :

মহাপরিচালক : +88 01819 322 782

জামিয়া অফিস : (বিকাশ পার্সোনাল) +88 01819 346 165

 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড,পটিয়া শাখা,হিসাব নং- 20501630200000907

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক,পটিয়া শাখা,হিসাব নং-SND-015213100000017

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ