জামিয়া পটিয়ার হিতাকাঙ্খী ও শুভানুধ্যায়ীদের প্রতি একান্ত নিবেদন
সুপ্রিয় মুসলিম হিতাকাঙ্খীগণ!
আপনারা অবশ্যই অবগত আছেন যে,আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া,দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম ইসলামী শিক্ষাকেন্দ্র। এটি ১৯৩৮ইং সন থেকে নিয়ে আজ অবধি পবিত্র কুরআন-হাদীসের আলো বিস্তার,ইসলামী তাহযীব-তামাদ্দুনের ব্যাপক প্রচার এবং কুসংস্কারমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে যোগ্য আলেম ও প্রাজ্ঞ ধর্মগুরু তৈরীর মহান দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছে। জামিয়ার বাৎসরিক খরচ প্রায় ৭ কোটি টাকার ঊর্ধে। মুসলিম ভাই-বোনদের চাঁদা-সদকাসহ সার্বিক সহযোগিতার মাধ্যমেই জামিয়া উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে চলেছে।
জামিয়ার শুভানুধ্যায়ী সুহৃদ বন্ধুগণ!
প্রতি বছর রমযান মাসে জামিয়ার প্রতিনিধিগণ জামিয়ার হিতাকাঙ্খী ও শুভানুধ্যায়ীদের সাথে দেখা-সাক্ষাত করে চাঁদা-সদকা ইত্যাদি সংগ্রহ করতেন। কিন্তু এ বছর করোনা উদ্ভূত পরিস্থিতিসহ নানা কারণে জামিয়ার প্রতিনিধিগণ সকলের সাথে সাক্ষাত করতে সক্ষম হবেন না। অতএব,জামিয়ার সকল হিতাকাঙ্খী ও শুভানুধ্যায়ীদের প্রতি একান্ত নিবেদন,জামিয়ার জন্য বরাদ্দকৃত চাঁদা-সদকা,যাকাত ইত্যাদি নিম্নের ব্যাংক একাউন্ট অথবা বিকাশ নম্বরে পাঠিয়ে ধন্য করবেন। অবশ্যই পাঠানোর পর টাকার বিবরণ (চাঁদা/সদকা) উল্লেখ করে জামিয়া কর্তৃপক্ষকে অবগত করবেন। আল্লাহ আপনাদের দানকে কবুল করেন এবং দুনিয়া-আখেরাতের সকল বিপদ-আপদ থেকে মুক্ত রাখেন,আমীন।
নিবেদক
আল্লামা আব্দুল হালীম বুখারী
মহাপরিচালক : আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ।
যোগাযোগ :
মহাপরিচালক : +88 01819 322 782
জামিয়া অফিস : (বিকাশ পার্সোনাল) +88 01819 346 165
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড,পটিয়া শাখা,হিসাব নং- 20501630200000907
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক,পটিয়া শাখা,হিসাব নং-SND-015213100000017