জামিয়া পটিয়ার সফলতার ধারা অব্যাহত
বোর্ড ভিত্তিক ফলাফলে ইত্তেহাদ শীর্ষে, মেধা তালিকায় জামিয়া পটিয়ার ১৩ শিক্ষার্থী
৭ জিলহজ্জ ১৪৪২ হিজরী, ১৮ জুলাই ২০২১ ঈসাব্দ, রবিবার আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ১৪৪২ হিজরী, ১৪২৭ বঙ্গাব্দ, ২০২১ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বোর্ড ভিত্তিক ফলাফলে ইত্তেহাদ শীর্ষে, মেধা তালিকায় জামিয়া পটিয়ার ১৩জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ বোর্ডের অধীনে দেশের মোট ৬টি কওমি শিক্ষাবোর্ডের শিক্ষার্থীরা তাকমীল পরীক্ষায় অংশ নিয়েছে। ছয় বোর্ডের বাইরে হাইআতুল উলয়ার কেন্দ্রীয় দফতরের অধীনেও কিছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে।
এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ২৯,৯৮৮ জন। বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ২০,০০৪ জন, অনুত্তীর্ণ ৭,২৬৮ জন, স্থগিত ২৬ জন এবং অনুপস্থিত ২,৬৮২ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৩,২১৯ জন এবং ছাত্রী ৬,৭৮৫ জন। পাসের হার ছাত্র ৭৯.৪২%, ছাত্রী ৬৩.৬৩%। গড় পাসের হার ৭৩.২৫%।
বোর্ড ভিত্তিক পাসের হারে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া নিয়ন্ত্রিত শিক্ষাবোর্ড ‘আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ’ সকল বোর্ডের শীর্ষে রয়েছে। ইত্তেহাদের পাসের হার-৮৪.৮৫%। অন্যান্য বোর্ডের মধ্যে ‘তানযীমুল মাদারিসিদদ্বীনিয়া বাংলাদেশ’-এর পাসের হার ৮১.৯৩%,‘আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম’-এর পাসের হার ৬৫.৯৬%, ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’-এর পাসের হার ৬৫.৬১%, ‘বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা’-এর পাসের হার ৫৮.৭৪%, ‘জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড’-এর পাসের হার ৫৮.৫৫%, এবং ‘হাইআতুল উলয়ার কেন্দ্রীয় দফতর’-এর পাসের হার ৪৫.৯৪%।
পুরো বাংলাদেশে মেধা তালিকার বিচারে
(১৩জন) মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে শীর্ষ তালিকায় রয়েছে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া।
আল-হামদুলিল্লাহ, বরাবরের মতো এবারও জামিয়া পটিয়ার শিক্ষার্থীরা দাওরায়ে হাদীস পরীক্ষায় বড় ধরনের সাফল্য অর্জনের মাধ্যমে জামিয়ার সুনাম অক্ষুন্ন রেখেছে। ৩৭তম মেধা তালিকায় ১৩জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত হয়েছে। তাদের তালিকা নিম্ন প্রদত্ত হলো-
১. ওয়াসীম হাফীজ (৬ষ্ঠ) প্রাপ্ত নম্বর-৯১৬
২. মুহাম্মদ যুবাইর (১০ম) প্রাপ্ত নম্বর-৯১১
৩. বেলাল হোসাইন (১৬তম) প্রাপ্ত নম্বর-৯০২
৪. সাঈদুল গফফার (২৩তম,ক) প্রাপ্ত নম্বর-৮৯৫
৫. ইমরুল হাসান (২৩তম,খ) প্রাপ্ত নম্বর-৮৯৫
৬. মুহাম্মদ সোহাইল (২৪তম) প্রাপ্ত নম্বর-৮৯৪
৭. মুহাম্মদ তৌহিদুল ইসলাম (৩২তম,খ) প্রাপ্ত নম্বর-৮৮৬
৮. মুহাম্মদ মুদ্দাসসির (৩২তম,গ) প্রাপ্ত নম্বর-৮৮৬
৯. মুহাম্মদ জসীমুদ্দিন (৩৩তম) প্রাপ্ত নম্বর-৮৮৫
১০. মুহাম্মদ ইসমাঈল হোসাইন (৩৪তম) প্রাপ্ত নম্বর-৮৮৪
১১. মুহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন (৩৫তম) প্রাপ্ত নম্বর-৮৮৩
১২. মুহাম্মদ খোবাইব (৩৭তম,চ) প্রাপ্ত নম্বর-৮৮১
১৩. মুহাম্মদ ইনামুল হক (৩৭তম,ছ) প্রাপ্ত নম্বর-৮৮১
জামিয়া কর্তৃপক্ষ মেধাতালিকায় অন্তর্ভুক্ত সকল শিক্ষার্থীকে অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছে।
হে আল্লাহ! তাদের সকলকে তোমার দীনের খিদমতের জন্য কবুল করুন,আমীন।