জামিয়া পটিয়ার বার্ষিক সভা উপলক্ষ্যে শিক্ষকগণের সাধারণ সভা অনুষ্ঠিত

জামিয়া পটিয়ার বার্ষিক সভা উপলক্ষ্যে শিক্ষকগণের সাধারণ সভা অনুষ্ঠিত

১৪ জানুয়ারী (মঙ্গলবার) বাদে মাগরিব জমিয়া পটিয়ার মেহমান খানায় শিক্ষক-কর্মচারিদের এক জরুরি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। উক্ত পরামর্শ সভায় সভাপতির আসন অলঙ্কৃত করেন জামিয়া প্রধান হাকিমুল মিল্লাহ, আল্লামা আব্দুল হালিম বুখারী (হাফিজাহুল্লাহ)। সম্মানিত সভাপতি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে কওমী মাদরাসা সমূহের উদ্যোগে আয়োজিত বার্ষিক দ্বীনি মাহফিলের গুরুত্ব ও উপকারিতার উপর আলোচনা করেন এবং আকাবির কর্তৃক প্রচলিত বার্ষিক মাহফিল গুলোকে হেকমতপূর্ণ দ্বীনি দাওয়াতের অন্যতম অংশ হিসেবে আখ্যায়িত করেন।

এতে আগামী ৬ ও ৭ই ফেব্রুয়ারী ২০২০ইং ( বৃহস্পতিবার ও জুমাবার) জামিয়ার অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনের প্রস্তুতি উপলক্ষ্যে নিম্মোল্লিখিত সিদ্ধান্তবলি সর্বসম্মতি ক্রমে গৃহিত হয়।

* আগামী ২০২১ সালের বার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। ( ৪ ও ৫ই ফেব্রুয়ারী বৃহস্পতি ও জুমাবার )

* সম্মেলনে আমন্ত্রিত দেশি-বিদেশী খতিব, ইসলামী স্কলার ও ওলামা-মাশায়েখগণের সাথে পুনরায় যোগাযোগের সিদ্ধান্ত হয়।

* সভার ব্যাপক প্রচার-প্রসার ও দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মুসলমানদেরকে দাওয়াত দেয়ার জন্য শিক্ষক – কর্মচারীদের মাঝে দায়িত্ব বন্টন করা হয়।

* আগামী ২৪শে জানুয়ারী জুমাবার থেকে জামিয়ার সকল বিভাগের বন্ধ হয়ে আগামী ৪ই ফেব্রুয়ারী মঙ্গলবার খোলার সিদ্ধান্ত হয়। তাছাড়া আরো কতিপয় জরুরী সিদ্ধান্তবলী গৃহিত হয়।

পরিশেষে জামিয়ার শায়খুল হাদিস আল্লামা মুফতি হাফেজ আহমদুল্লাহ (হাফিজাহুল্লাহ) এর মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষিত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ