জামিয়া পটিয়ার প্রবীণ শিক্ষক, মাষ্টার আহমদ হুসাইন রহ. (তাবলীগ স্যার) এর ইন্তিকাল!
আজ বাদে এশা নিজ বাড়ি কুমিল্লায় নামাযে জানাযা
আজ ৬ ই মুহাররম ১৪৪০ হিজরী মোতাবেক ১৬ ই সেপ্টম্বর ২০১৮ খৃষ্টাব্দ রোজ রোববার সকাল ১২ ঘটিকায় জামিয়া পটিয়ার প্রবীণ শিক্ষক, মাষ্টার আহমদ হুসাইন রহ. (প্রকাশ তাবলীগ স্যার) নিজ বাড়ি কুমিল্লায় ইন্তিকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বাদে এশা তাঁর নিজ বাড়িতে জানাযার নামায অনুষ্ঠিত হবে।
তিনি দীর্ঘদিন যাবত জামিয়া ইসলামিয়া পটিয়ায় দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে আসছেন। তিনি দাওয়াত ও তালীগের মেহনতে অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন। ছাত্রজীবনে থেকেই তিনি দাওয়াতের কাজে সম্পৃক্ত ছিলেন। তিনি অত্যন্ত সহজ-সরল ও বড় বিনয়ী ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স প্রায় ৬৫ বছর। খোদাভীরু ও মুস্তাজাবুদ-দাওয়াত হিসাবে তাঁর খ্যাতি ছিল সর্বসাধরণের কাছে। পটিয়া এলাকার সাধারণ মানুষকে দ্বীনের পথে আনতে তাঁর ভূমিকা অনস্বীকার্য।
তিনি বিশ্ব ইজতিমা সফলতার জন্য রোজার দায়িত্ব পালন করতেন।
এমন একজন আল্লাহওয়ালা শিক্ষক হারিয়ে জামিয়া পটিয়ার প্রত্যেক ছাত্র-শিক্ষক অত্যন্ত মর্মাহত। জামিয়া প্রধান সহ সকল শিক্ষকমণ্ডলী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। এবং আল্লাহর দরবারে পরিয়াদ করছে, যেন তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করেন, এবং তাঁর পরিবার-পরিজনকে ধর্য্যধারণ করার তাওফীক দান করুন, আমীন।
Discussion about this post