জামিয়া পটিয়ার দ্বিতীয় সাময়িক পরীক্ষার তারিখ নির্ধারণ
আজ ৯ই নভেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ (সোমবার) বাদে আসর জামিয়ার কেন্দ্রীয় জামে মসজিদে শিক্ষা বিভাগীয় প্রধান আল্লামা মুফতি জসীমুদ্দিন কাসেমী (হাফিজাহুল্লাহ) শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক জরুরী ঘোষণা প্রদান করেন। উক্ত ঘোষণায় তিনি বলেন, মজলিসে ইলমির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ শে রবিউস সানী ১৪৪২ হিজরী মোতাবেক ৫ই ডিসেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ (শনিবার) থেকে জামিয়া পটিয়ার সকল বিভাগে দ্বিতীয় সাময়িক পরীক্ষা আরম্ভ হবে, ইনশা আল্লাহ। পরীক্ষায় কাঙ্খিত সফলতা অর্জন করতে তাকরার (পুনঃপাঠ) ও অধ্যয়নে পূর্ণ মনোনিবেশ করার জন্য শিক্ষার্থীদেরকে তাগিদ দিয়েছেন।
اجهد ولاتكسل ولا تك غافلا ۞ فندامة العقبى لمن يتكاسل