জামিয়া পটিয়ার দু’দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী সম্মেলন সফলভাবে সম্পন্ন
৭ ও ৮ ফেব্রুয়ারী বৃহস্পতি ও জুমাবার জামিয়ার দু’দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী সম্মেলন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে, আল-হামদুলিল্লাহ।
উক্ত সম্মেলন গত বৃহস্পতিবার ১২ ঘটিকায় জামিয়ার মুহাদ্দিস মুফতি হাফেজ আহমদুল্লাহ দাঃ বাঃ এর উদ্বোধনী বক্তের মাধ্যমে আরম্ভ হয়। প্রথম দিনে প্রধান অথিতি হিসাবে আলোচনা পেশ করেন দারুল উলুম দেওবন্দের শায়খে ছানী আল্লামা কমরুদ্দিন দাঃ বাঃ। দ্বিতীয় দিন প্রধান আলোচক হিসাবে বক্তব্য পেশ করেন, মসীহুল উলুম বেঙ্গলুর, ভারত এর প্রতিষ্ঠাতা পরিচালক ও শায়খুল হাদিস মুফতি শোয়াইবুল্লাহ দাঃ বাঃ।
দেশীয় বক্তাদের মধ্যে যাঁরা আলোচনা করেন তাঁদের অন্যতম ছিলেন আল্লামা শাহ মুহাম্মদ তৈয়্যব, মুহতামিম জামিয়া আরবিয়া জিরি। আল্লামা সুলতান জওক নদভী, মুহতামিম, দারুল মা’আরিফ। আল্লামা সালাহ উদ্দীন, মুহতামিম, জামিয়া উবাইদিয়া নানুপুর। মাওলানা আবদুল বাসেত খান, সিরাজগঞ্জ। মাওলানা হাফিজুর রহমান, কুয়াকাটা। মাওলানা খুরশীদ আলম কাসেমী। ডক্টর আ ফ ম খালিদ হোসেন। ডক্টর মাওলানা মাহমুদুল হাসান আল-আযহারী প্রমুখ। বিকাল ৪টা পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা অব্যহত ছিল। বাদে আসর সুন্নাত মোতাবেক শুভ আকদ অনুষ্ঠান ও জামিয়া প্রধান মুফতি আব্দুল হালীম বোখারীর মুনাজাতের মাধ্যমে দু’দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী সম্মেলন সমাপ্ত হয়।
Discussion about this post