জামিয়া পটিয়ার দু’দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী সম্মেলন সু-সম্পন্ন

 

বিগত ২৩ ও ২৪শে ডিসেম্বর (বৃহস্পতি ও জুমাবার) আল-জামিয়া পটিয়ার দু’দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী সম্মেলন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে, আল-হামদুলিল্লাহ।

গত বৃহস্পতিবার ১২ ঘটিকায় জামিয়ার মুহাদ্দিস ও মুফতি হাফেজ আহমদুল্লাহ দাঃ বাঃ)-এর উদ্বোধনী বক্তের মাধ্যমে আরম্ভ হয়।

যাঁরা আলোচনা করেন তাঁদের অন্যতম ছিলেন, আল্লামা সুলতান জওক নদভী, মুহতামিম, দারুল মা’আরিফ। আল্লামা ইয়াহইয়া. মুহতামিম দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী। আল্লামা এমদাদুল্লাহ মুহতামিম, বায়তুল হুদা মাদরাসা। আল্লামা সালাহ উদ্দীন, মুহতামিম, জামিয়া উবাইদিয়া নানুপুর। মাওলানা আবদুল বাসেত খান, সিরাজগঞ্জ। আল্লামা মুফতী মীযানুর রহমান, সিলেট। আল্লামা সাঈদুল আলম আরমানী প্রমুখ। বিকাল ৪টা পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা অব্যহত ছিল। পরিশেষে জামিয়া প্রধান মুফতি আব্দুল হালীম বোখারীর মুনাজাতের মাধ্যমে দু’দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী সম্মেলন সমাপ্ত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ