জামিয়া পটিয়ার দু’দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সফলভাবে সমাপ্ত

জামিয়া পটিয়ার দু’দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী সম্মেলন সফলভাবে সম্পন্ন

জামিয়া পটিয়ার দু’দিন ব্যপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সফলভাবে সমাপ্ত

৬ই ফেব্রুয়ারী ২০২০ ইংরেজী (বৃহশ্পতিবার)  থেকে আরম্ভ হয়ে আজ জুমাবার আসর পর্যন্ত আল-জামিয়া আল-জামিয়া পটিয়ার দু’দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল থেকেই নিয়মিত আলোচনা, ওয়াজ-নসীহত আরম্ভ হয়। অন্যান্যবারের ন্যায় এবারেও সম্মেলনে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় আলোচকগণ অংশগ্রহণ করেন। বিদেশী বক্তাদের অন্যতম ছিলেন

  • মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী দাঃ বাঃ, প্রধান মুফতি, দারুল উলুম দেওবন্দ, ভারত।
  • আল্লামা আব্দুল খালেক সাম্বলী দাঃ বাঃ , সহকারী মুহতামিম, দারুল উলুম দেওবন্দ, ভারত।
  • মাওলানা সালমান বিজনুরী কাসেমী নকশবন্দী, দাঃ বাঃ মুহাদ্দিস, দারুল উলুম দেওবন্দ,
  • মুফতি ওবাইদুল্লাহ আস-আদী, সেক্রেটারী জেনারেল, ইলামিক ফিকহ একাডেমী, ইন্ডিয়া।
  • মাওলানা ড. ইয়াসির নদীম আল-ওয়াজেদী দাঃ বাঃ আমেরিকা।
  • মাওলানা আবু তালেব রহমানী, সদস্য, অল-ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, ভারত।

দেশীয় বক্তাদের মধ্যে অন্যতম ছিলেন,

  • আল্লামা শাহ মুহাম্মদ তৈয়্যব, মুহতামিম জামিয়া আরবিয়া জিরি।
  • মুফতি আব্দুল হালীম বোখারী, মুহতামিম, জামিয়া পটিয়া।
  • মুফতি হাফেজ আহমদ উল্লাহ, মুহাদ্দিস, জামিয়া পটিয়া।
  • মুফতি আরশাদ রহমানী, মুহতামিম, বসুন্ধরা ইসলামিক রির্সাচ সেন্টার, ঢাকা।
  • মাওলানা আবদুল বাসেত খান, সিরাজগঞ্জ।
  • মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা।
  • মাওলানা সাঈদুল আলম আরমানী।
  • মাওলানা শামসুল ইসলাম, রাজঘাটা।
  • ডক্টর আ ফ ম খালিদ হোসেন।
  • মাওলানা উবাইদুল্লাহ হামযা, জামিয়া পটিয়া।
  • মাওলানা যাকারিয়া আল-আযহারী, জামিয়া পটিয়া।
  • মাওলানা জাহেদুল্লাহ ইউনুস, জামিয়া পটিয়া।
  • মাওলানা আব্দুর রহীম বোখারী।
  • মাওলানা আব্দুল হক, রামু।
  • মাওলানা আবু বকর, বাঁশখালী।
  • মাওলানা নুরুল্লাহ, মুহাদ্দিস, জামিয়া মোজাহেরুল উলুম।
  • মাওলানা হাবিবুল ওয়াহেদ, রাজঘাটা।
  • মাওলানা নুরুল কাদের, কক্সবাজার প্রমূখ।

পরিশেষে জামিয়া প্রধান আল্লামা মুফতি আব্দুল হালীম বোখারী (হাফিজাহুল্লাহ)  সম্মেলনকে সফল করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ৫ ও ৬ ফেব্রুয়ারী ২০২১ ইং তারিখে আগামী বছরের সম্মেলনের তারিখ ঘোষণা ও তাঁর মূল্যবান নসীহত এবং মুনাজাতের মাধ্যমে সম্মেলন সমাপ্ত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ