এতদ্বারা ‘আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া’র ১৪৪৪-১৪৪৫ হিজরী শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আগামী ৮ই শাওয়াল ১৪৪৪হিজরী মোতাবেক, ২৯শে এপ্রিল ২০২৩ ইংরেজি (শনিবার) থেকে জামিয়ার সকল বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হবে,ইনশাআল্লাহ।
ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্য অনুসরণীয় নীতিমালা
‘আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া’ একটি ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি নীতি-নৈতিকতারও শিক্ষা দেয়া হয়। সুতরাং প্রত্যেক শিক্ষার্থীকে নিম্নের দিকনির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে।
(১)ভর্তিচ্ছুক তালেবে ইলমকে অবশ্যই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী হতে হবে।
(২)সুন্নাতে রাসূল (স.)-এর পাবন্দ হয়ে উন্নত চরিত্র গঠনের প্রতি অধিক যত্নবান হতে হবে।
(৩)পোশাক-পরিচ্ছদ,পরিস্কার-পরিচ্ছন্নতা,সাজ-সজ্জা ও দাড়ি-চুল অবশ্যই সুন্নাহ অনুযায়ী হতে হবে।
(৪)জামিয়ায় নিয়মিত উপস্থিত থেকে দরস ও তাকরারে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হবে।
(৫)জামিয়ার লক্ষ্য-উদ্দেশ্যের পরিপন্থী,আকাবিরের আদর্শ বিরোধী অথবা জামিয়ার সুনাম নষ্ট হয় এমন কোন কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না।
(৬)জামিয়ার শিক্ষা বিভাগ,দারুল ইকামা ও খাদ্য বিভাগের যাবতীয় নিয়ম-কানুন মেনে চলতে বাধ্য থাকবে।
(৭)জামিয়ার ক্যাম্পাসে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা যাবে না।
(৮)কোন ছাত্র রাজনৈতিক/অরাজনৈতিক কোন সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না। জামিয়ার নির্দেশনার বাইরে গিয়ে মিছিল-মিটিং কিংবা সভা-সমাবেশে অংশগ্রহণ করতে পারবে না। এ ব্যাপারে কারো গতিবিধি সন্দেহমূলক প্রমাণিত হলে বহিষ্কারযোগ্য বিবেচিত হবে।
(৯)দেশের প্রচলিত আইন-শৃঙ্খলা ও সমাজবিরোধী কোন কর্মকাণ্ডে লিপ্ত থাকতে পারবে না।
(১০)জামিয়ার প্রশাসন ও সম্মানিত শিক্ষক-কর্মচারির প্রতি সর্বোচ্চ আনুগত্য প্রদর্শন করতে হবে। তাঁদের সাথে বেআদবী, অশুভ আচরণ বহিষ্কারযোগ্য অপরাধ বিবেচিত হবে।
(১১)জামিয়ার ক্যাম্পাসে কম্পিউটার, ল্যাপটপ, স্মার্ট ফোন, নরমাল মোবাইল এবং সকল প্রকার ইলক্ট্রনিক্স ডিভাইস রাখা ও ব্যবহার করা যাবে না। কারো নিকট এগুলো পাওয়া গেলে বহিষ্কারযোগ্য অপরাধ বিবেচিত হবে।
(১২)ছাত্রদের জন্য সোস্যাল মিডিয়ার ব্যবহার একটি ধ্বংসাত্মক কাজ। তাই সকল তালেবে ইলমকে তা পরিহার করতে হবে। বিশেষত ফেসবুক,হোয়টসঅ্যাপ,মেসেঞ্জার,টুইটারসহ যে কোন সোস্যাল মিডিয়ায় লেখালেখি,বক্তব্য ও মন্তব্য করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে।
(১৩)উল্লিখিত নির্দেশনার কোন একটি অমান্য করা জামিয়া থেকে বহিষ্কারযোগ্য অপরাধ বিবেচিত হবে।
ভর্তি ফি ও খোরাকী সংক্রান্ত নিয়মাবলি :
(১) জামিয়ায় ভর্তি হওয়ার জন্য সর্বমোট=২১৫০/= টাকা ভর্তি ফি আদায় করতে হবে।
(২) ‘মুমতাজ’ শিক্ষার্থীরা এককালিন ১০০০/= টাকা, ‘জায়্যিদ জিদ্দান’-২৩০০/= টাকা, ও ‘জায়্যিদ’-২৫০০/= টাকা এবং ‘মাকবূল’-২৭০০/= টাকা এককালীন খোরাকী আদায়পূর্বক জামিয়া থেকে খাবার গ্রহণ করতে পারবে।
(৩) জামাতে মুতাফাররেকাহ, দাহুম, ইয়াজদাহুম, হিফজ ও নূরানী বিভাগের ছাত্রদের জন্য মাসিক খোরাকী ১২০০ টাকার পরিবর্তে ১০০০/= টাকা নির্ধারণ করা হয়েছে।
(৪) মাসিক ২০০০/= টাকা আদায় করে জামিয়ার মাতবাখ থেকে ‘খাছখানা’ চালু করা যাবে।
(৫) শিক্ষকমণ্ডলির সন্তান, ইয়াতীম ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য সুপারিশের ভিত্তিত্বে ফ্রি খানা চালু করার সুযোগ রয়েছে।
নতুন শিক্ষার্থীদের জন্য যা প্রয়োজন:
(১)পূর্বে যে প্রতিষ্ঠানে পড়েছে সেখান থেকে প্রত্যয়নপত্র আনতে হবে অথবা অভিভাবকের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
(২)মারকাযী পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্ররা মারকাযী পরীক্ষার নম্বরপত্র সংগ্রহ করে ফরমের সাথে জমা দিবে।
(৩)গায়রে মারকাযী শিক্ষার্থীদেরকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
(৪)জাতীয় পরিচয় পত্র/জন্মনিবন্ধন সনদ ও ছবি সঙ্গে আনতে হবে।
প্রশাসনিক পরিষদ
আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া,চট্টগ্রাম,বাংলাদেশ।