আল জামিয়া ইসলামিয়া পটিয়ার দৃষ্টি নন্দন কেন্দ্রীয় জামে মসজিদটি নির্মিত হয়েছিল তৎকালীন জামিয়া প্রধান শায়খুল আরব ওয়াল আজম আল্লামা হাজী ইউনুস (রহমতুল্লাহি আলাইহি)-এর হাত ধরে। ত্রিতলা বিশিষ্ট এই মসজিদের রয়েছে একটি চিন্তাকর্ষক বহুতল মিনার।
সাধারণত নিচতলা ও দ্বিতীয় তলায় জামিয়ার শিক্ষার্থীরা নামায আদায় করে। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় তলায় উঠানামা জন্য যে সিঁড়িগুলো রয়েছে তা পর্যাপ্ত নয়। তাই প্রতিনিয়ত ছাত্রদের দুর্ভোগ পোহাতে হয়। বিশেষত জামিয়ার ইসলামী মহাসম্মেলন ও অন্যান্য অনুষ্ঠানের সময় মুসল্লিদেরকে অত্যন্ত ভোগান্তির শিকার হতে হয়। এজন্য তদানীন্তন জামিয়া প্রধান আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী রহ. মুসল্লিদের যাতায়াত সুবিধার্থে মাঠের দিক থেকে আরেকটি সিঁড়ির ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করেন।
কিন্তু কাজ শুরু হওয়ার পৃর্বেই তিনি আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান।
আলহামদুলিল্লাহ, আজ (১৪/০৯/২০২৪ ইং.) জামিয়ার শায়খুল হাদিস আল্লামা মুফতি হাফেজ আহমদ উল্লাহ সাহেব (হাফিজাহুল্লাহ), শায়খে সানী মুফতি শামসুদ্দিন জিয়া সাহেব (দামাত বারাকাতুহুম) এবং জামিয়ার মুহতামিম মুফতি আবু তাহের কাসেমী নদভী (দামাত বারাকাতুহু)-সহ জামিয়ার প্রবীণ শিক্ষকমন্ডলির দোয়া ও মোনাজাতের মাধ্যমে এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
হে আল্লাহ, এই কাজটি কবুল করুন এবং পূর্ণ করার তৌফিক দান করুন, আমীন।