চিকিৎসার জন্যে ভারত গেলেন জামেয়া প্রধান আল্লামা বোখারী

চিকিৎসার জন্যে ভারত গেলেন জামেয়া প্রধান আল্লামা বোখারী

চিকিৎসার জন্যে ভারত গেলেন জামেয়া প্রধান আল্লামা বোখারী

জামেয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও শায়খুল হাদীস, ইত্তেহাদুল মাদারীস (কওমি মাদরাসা শিক্ষাবোর্ড) এর সেক্রেটারি জেনারেল, দেশশীর্ষ আলেমেদ্বীন আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী সাহেব উন্নত চিকিৎসার জন্যে আজ বিকাল ৩টায় একটি ফ্লাইটে কলকাতা পৌঁছেছেন। তিনি চেন্নাইয়ের একটি হাসপাতালে উন্নত চিকিৎসা নেবেন। সঙ্গে রয়েছেন হযরতের সাহেবজাদা মাওলানা মানজারুল হালীম।

জামেয়া প্রধানকে বিদায় দেয়ার মুহুর্তে জামেয়ার মুঈনে মুহতামিম আল্লামা আবু তাহের নদভী, প্রবীণ মুহাদ্দিস আল্লামা আমিনুল হক, মাওলানা ইউনুস বেদীল, ক্বারী আব্দুল্লাহ, মাওলানা আনিসুল হক, মাওলানা সাঈদুল হক, মাওলানা রফিক, মাওলানা জামাল, মাওলানা কামাল উদ্দীন, মাওলানা শহিদপ্রমুখ উপস্হিত ছিলেন।

উল্লেখ্য, আল্লামা বোখারী দীর্ঘদিন ধরে হার্টজনিত জটিলতা ও চোখের সমস্যায় ভূগছিলেন। গতবছরও বেংলোরে (ভারত) একটি হসপিটালে চিকিৎসা নিয়েছিলেন। চিকিৎসার ধারাবাহিকতায় এবার গেলেন চেন্নাই। তিনি দেশবাসী ও জামেয়া সংশ্লিষ্ট সকলের কাছে দুআ চেয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ