কুরবানীর ছুটির ব্যাপারে জামিয়া প্রধানসহ সকল আসাতিযায়ে কেরামের পরামর্শক্রমে গৃহিত সিদ্ধান্ত সমূহ
এক. সকলের পরামর্শক্রমে আগামী ৩রা জিলহজ্জ্ব ১৪৩৯ হিজরী মোতাবেক ১৪ই আগষ্ট ২০১৮ খৃষ্টাব্দ রোজ মঙ্গলবার দরস শেষে জামিয়ার সকল বিভাগে কুরবানীর ছুটি ঘোষণা করা হবে এবং আগামী ২০ শে জিলহজ্জ্ব ১৪৩৯ হিজরী মোতাবেক পহেলা সেপ্টেম্বর ২০১৮ রোজ শনিবার জামিয়ার সকল বিভাগে যথা নিয়মে দরস আরম্ভ হবে ইনশা আল্লাহ।
দুই. কুরবানীর ছুটি উপলক্ষে সদকা ফান্ডের ছাত্ররা ১৫০০ (পনেরশ টাকা) খোরাকী আদায় করবে।
তিন. বিগত কয়েক বছরের ন্যায় এই বছরও জামিয়া কুরবানী চামড়া কালেকশন করবে না। কেউ স্বেচ্ছায় দিতে চাইলে জামিয়ার পক্ষ থেকে তা গ্রহণ করবেন মাওলানা জামালুদ্দিন সাহেব ও মাওলানা শহিদুল্লাহ সাহেব।
চার. ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ ঘটিকায় এবং আলোচনা করবেন হাফেজ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ/মুফতি শামসুদ্দিন জিয়া হাফিজাহুল্লাহ এবং ইমামতি করবেন মাওলানা আবু তাহেব নদভী হাফিজাহুল্লাহ।
পাঁচ. জামিয়া পাহারাদারীর জন্য নির্বাচিত ৩০ জন ছাত্র রাখা হবে। দরখাস্তের মাধ্যমে ছাত্র নির্বাচন করবেন মাওলানা হাফেজ ফোরকান হাফিজাহুল্লাহ।