কোরআন প্রশিক্ষণ কোর্স ২০২৩
মুহতারাম
আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
আপনি অবশ্যই অবগত আছেন যে, “বাংলাদেশ তাহফীজুল কোরআন সংস্থা” সমগ্র বাংলাদেশের কোরআন শিক্ষার্থীদেরকে আরবী লাহানে ও কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতে যোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বহুবছর ধরে হাফেজ, ইমাম ও নূরানী মুআল্লিমদের জন্য কোরআন প্রশিক্ষণ কোর্স এর আয়োজন করে আসছে।
এরই ধারাবাহিকতায় আগামী ২৩শে সেপ্টেম্বর মোতাবেক ৭ই রবিউল আওয়াল (শনিবার) থেকে ২৮শে সেপ্টেম্বর মোতাবেক ১২ই রবিউল আওয়াল (বৃহস্পতিবার) পর্যন্ত আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম-এ অভিজ্ঞ ও সুদক্ষ প্রশিক্ষকগণের মাধ্যমে ছয় দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।
অতএব, আশাকরি আপনি আপনার প্রতিষ্ঠানের কোরআন তেলাওয়াতের মানোন্নয়নের স্বার্থে নির্ধারিত সময়ে শিক্ষকদেরকে উক্ত কোর্সে অংশগ্রহণের ব্যবস্থা করবেন।
জ্ঞাতব্য যে,
(ক) ভর্তি ফি: ১০০০/= টাকা
(খ) থাকা-খাওয়া ফ্রি।
(গ) প্রশিক্ষণার্থীদের বিছানা-পত্র নিজ দায়িত্বে সঙ্গে আনবেন।
(ঘ) প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদেরকে সনদ প্রদান করা হবে।
যোগাযোগ ০১৫৮০ ৬৬৮০৬৬