এবারো মেধাতালিকায় শীর্ষে জামিয়া পটিয়া

এবারো মেধাতালিকায় শীর্ষে জামিয়া পটিয়া

গতকাল বুধবার সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষাবোর্ড আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

এ বছর দাওরায়ে হাদীস (তাকমিল) ২৬,৭৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।  বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ১৯,০৭৯ জন, অনুত্তীর্ণ ৪,৮৮২ জন এবং অনুপস্থিত ছিল ২,৬২৫ জন।

উত্তীর্ণদের মধ্যে-

ছাত্র ১৩,৮৬৯ জন এবং

ছাত্রী ৫,২১০ জন

পাসের হার-

ছাত্র ৭৭.১৮%,

ছাত্রী ৬৫.২৬%

গড় পাসের হার ৭৩.৫১%

বোর্ড ভিত্তিক পাসের হারে জামেয়া ইসলামিয়া পটিয়া নিয়ন্ত্রিত শিক্ষাবোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারীস বাংলাদেশ’ পাসের হার- ৭৯.০০%, তানযীমুল মাদারীসিদ দ্বীনিয়া বাংলাদেশ’ পাসের হার ৮৫.১১%, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’ পাসের হার ৭১.০০%, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা’ পাসের হার ৫৬.৩৬%, বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা’ পাসের হার ৬০.০০%, আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম’ পাসের হার ৭০.২৭, এবং হাইআতুল উলয়ার কেন্দ্রীয় দফতর’ পাসের হার ৫৩.৩৩%।

আল-হামদুলিল্লাহ জামেয়া ইসলামিয়া পটিয়ার শিক্ষার্থীরা অন্যান্য বছরের ন্যায় এ বছরও দাওরায়ে হাদিস পরীক্ষায় বড় ধরনের সাফল্য অর্জেনর মাধ্যমে জামিয়ার সুনাম অক্ষুন্ন রেখেছে।  এবারের ৪০ জনের মেধা তালিকায় ১০ জন ও সেরা দশে ৩জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত হয়েছে।  হাইয়ার বিধান অনুযায়ী পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী ৪০ জনকে মেধাতালিকায় অর্ন্তভূক্ত করা হয়।  পূর্বের ধারাবাহিকতায় জামিয়া পটিয়া মেধাতালিকায় শীর্ষে অবস্থান করছে।

যারা মেধাতালিকায় অবস্থান করছে..

১. মুহাম্মাদ আরফাত হোসাইন (২য়)

২. মুহাম্মাদ সোহাইব (৬ষ্ঠ)

৩. মোহাম্মাদ সোহাইলুল কাদের (৬ষ্ঠ)

৪. মাহমুদুল হাসান (১৩ তম)

৫. জাহেদুল্লাহ ছফা (৩০ তম)

৬. মুহিব্বুল্লাহ (৩২ তম)

৭. আমির সিদ্দিক (৩৭ তম)

৮. মুহাম্মাদ মাহবুবুর রহমান (৪০ তম)

৯. মুহাম্মাদ ইব্রাহিম (৪০ তম)

১০. ফয়সাল আহমদ (৪০ তম)

জামিয়া কর্তৃপক্ষ মেধাতালিকায় অর্ন্তভূক্ত সকল শিক্ষার্থীকে অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছে।  হে আল্লাহ, তাদের সকলকে তোমার দীনের খিদমতের জন্য কবুল করুন,আমীন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ