ফরম বিতরণ ৭ শাওয়াল লিখিত পরীক্ষা ১০ শাওয়াল
মৌখিক পরীক্ষা ১১ শাওয়াল।
ভর্তি যোগ্যতা
দাওরায়ে হাদীসে প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে।
■ জামিয়া কর্তৃক প্রণীত আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং বিনা বাক্য ব্যয়ে মেনে চলতে হবে।
■ রাজনীতিসহ সকল প্রকারের বাহ্যিক ব্যস্ততা থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে।
লিখিত পরীক্ষা
ফতহুল বারী (প্রথম খন্ড)।
শরহু নুখবাতিল ফিকার ।
সমসাময়িক প্রবন্ধ (আরবি-বাংলা)।
মৌখিক পরীক্ষা
যে কোন বিষয়, যে কোন কিতাব।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণরাই কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
যোগাযোগ:
উলুমুল হাদিস বিভাগ আল জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।
০১৮৯৪-১৩৩৬২৪