উচ্চতর গবেষণা বিভাগসমূহে ভর্তির বিশেষ নিয়মাবলি

উচ্চতর গবেষণা বিভাগসমূহে ভর্তির বিশেষ নিয়মাবলি

উচ্চতর গবেষণা বিভাগসমূহে ভর্তির বিশেষ নিয়মাবলি

ইফতা বিভাগে ভর্তির বিশেষ নিয়মাবলি:

জামিয়ার উচ্চতর ইসলামি আইন গবেষণা ও ফতোয়া বিভাগে ভর্তিচ্ছুক সকল তালেবে ইলমের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফতোয়া বিভাগের ভর্তি কার্যক্রম আগামী ৭ শাওয়াল ১৪৩৯ হি. থেকে শুরু হয়েছে। তাই ভর্তিচ্ছুকদেরকে নিম্নলিখিত নিয়মাবলির প্রতি লক্ষ রেখে ভর্তিকার্য সম্পাদন করার আহ্বান করা হচ্ছে।

ভর্তি পরীক্ষার তারিখ ও স্থান:

[ভর্তি পরীক্ষা তিন স্তরে অনুষ্ঠিত হবে : সাক্ষাৎকার পর্ব, লিখিত ও মৌখিক পরীক্ষা]

১. ফরম সংগ্রহ : ৭ থেকে ১০ শাওয়াল ১৪৩৯ হি.

২. সাক্ষাৎকার : ৭ থেকে ১০ শাওয়াল ১৪৩৯ হি.

৩. লিখিত পরীক্ষা : ১১ শাওয়াল ১৪৩৯ হি. , সকাল ৯.০০ টা

৪. মৌখিক পরীক্ষা : ১২ শাওয়াল ১৪৩৯ হি. , সকাল ৮.০০ টা

৫. ফলাফল ঘোষণা : ১৩ শাওয়াল ১৪৩৯ হি.

৬. পরীক্ষার স্থান: ফরম সংগ্রহ ও সকল পরীক্ষা জামিয়ার উচ্চতর ইসলামি আইন গবেষণা বিভাগের অধ্যয়নকক্ষে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার বিষয়:

১. সাক্ষাৎকার : নাহব, সরফ, আরবি-বাংলা-উর্দু ভাষা এবং বাহ্যিক জ্ঞান দক্ষতা যাচাই। আক্বীদা-বিশ্বাস, আখলাক-চরিত্র, পোশাক-পরিচ্ছদ ও চুল-দাড়ি যাচাই।

২. লিখিত পরীক্ষা : বুখারী শরীফ, হেদায়া (তৃতীয় খণ্ড), নুরুল আনওয়ার। এই তিন কিতাব থেকে তিনটি প্রশ্ন থাকবে। প্রথমটির উত্তরপত্র আরবিতে, দ্বিতীয়টির বাংলায় এবং তৃতীয়টির উত্তর উর্দু ভাষায় লিখতে হবে। প্রশ্নত্রয়ের প্রত্যেকটির সাথে সংশ্লিষ্ট একটি সংক্ষিপ্ত প্রবন্ধের বিষয় দেয়া থাকবে। আরবি, বাংলা ও উর্দু ভাষায় যথাক্রমে প্রত্যেকটি সংক্ষিপ্তাকারে লিখতে হবে।

৩. মৌখিক পরীক্ষা : যে-কোনো আরবি ফতোয়ার কিতাব থেকে শুদ্ধভাবে ইবারত পড়ে মাসআলা স্পষ্ট করে দিতে হবে।

শর্তাবলি:

১. দাওরায়ে হাদীস বা সমমান প্রথম শ্রেণি পাশ করতে হবে।

২. প্রচলিত রাজনীতি থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে।

৩. চিন্তা, দর্শন ও আমলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী হতে হবে।

৪. আসলাফ ও আকাবিরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

৫. পূর্বের প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে সম্পর্ক ভাল থাকতে হবে।

৬. ২৪ ঘণ্টা মাদরাসায় থাকা বাধ্যতামূলক। তাই অনাবাসিক কার্যাবলি থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে।

৭. বাইরের কোনো ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করা বা কোনো কোর্সে ভর্তি হওয়া যাবে না।

৮. জামিয়া কর্তৃক প্রণিত সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং কায়মনোবাক্যে মেনে চলার মানসিকতা থাকতে হবে।

৯. জামিয়া কর্তৃপক্ষ কর্তৃক ভর্তিযোগ্য বিবেচিত হতে হবে।

১০.ভর্তি পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে। আসন সংখ্যা সীমিত, তাই এক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নিতে হবে।

যোগাযোগ

প্রধান তত্ত্বাবধায়ক

মুফতি শামসুদ্দিন জিয়া

মোবাইল: ০১৮১৯৬৬৫১১৩

‘তাখাস্সুস ফী উলূমিল হাদিস’ বিভাগে ভর্তির বিশেষ নিয়মাবলি:

‘তাখাস্সুস ফী উলূমিল হাদিস’ বিভাগে ভর্তিচ্ছুক সকল তালেবে ইলমের ভর্তি কার্যক্রম আগামী ১১ শাওয়াল ১৪৩৯ হি. থেকে শুরু হয়েছে। ভর্তিচ্ছুকদেরকে নিন্মল্লিখিত শর্তাবলির প্রতি লক্ষ রেখে জামিয়ার শিক্ষা দফতর থেকে ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তিকার্য সম্পাদন করার আহ্বান করা হচ্ছে।

শর্তাবলি:

১. দাওরায়ে হাদীস প্রথম শ্রেণি পাশ করতে হবে।

২.    প্রচলিত রাজনীতি থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে।

৩.    চিন্তা, দর্শন ও আমলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী হতে হবে।

৪.    আসলাফ ও আকাবিরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

৫.    পূর্বের প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে সম্পর্ক ভাল থাকতে হবে।

৬.    ২৪ ঘণ্টা মাদরাসায় থাকা বাধ্যতামূলক। তাই অনাবাসিক কার্যাবলি থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে।

৭.    বাইরের কোনো ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করা বা কোনো কোর্সে ভর্তি হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

৮.    জামিয়া কর্তৃক প্রণিত সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

৯.    জামিয়া কর্তৃপক্ষ কর্তৃক ভর্তিযোগ্য বিবেচিত হতে হবে।

১০.    ভর্তি পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে। আসন সংখ্যা সীমিত, তাই এক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নিতে হবে।

যোগাযোগ:

তত্ত্বাবধায়ক

মাওলানা ত্বোহা দানিশ

মোবাইল: ০১৮১১-৯২০৮৩৭

আদব বিভাগে ভর্তির বিশেষ নিয়মাবলি:

জামিয়া ইসলামিয়া পটিয়া কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিভাগসমূহের সংস্কার ও অগ্রগতির লক্ষ্যে প্রত্যেক বিভাগের জন্য স্বতন্ত্র শিক্ষক নিয়োগ দিয়েছে। বিশেষত আরবি সাহিত্য বিভাগকে পরিপূর্ণরূপে সাজানো হয়েছে। অতএব, আগ্রহী শিক্ষার্থীদেরকে নিন্ম বর্ণিত শর্ত সাপেক্ষে ভর্তির আবেদন করতে পারবে।  

শর্তাবলি:

ক.দাওরায়ে হাদিস পরীক্ষায় উত্তির্ণ হতে হবে।

খ. দাড়ি ও লেবাস-পোষাক সুন্নাত মুতাবেক হতে হবে।

গ. ভর্তি পরীক্ষায় উত্তির্ণ হতে হবে।

ঘ. সার্বক্ষণিক ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে।

ঙ. প্রচলিত রাজনীতি ইত্যাদির সাথে সম্পৃক্ততা কঠোরভাবে বর্জন করতে হবে।

চ. জামিয়ার সকল নিয়ম-কানুন মেনে চলতে হবে।

ছ. সর্বোপরি আহলে সুন্নাত ওয়াল জামাআত ও আকাবিরে দেওবন্দের অনুসারী হতে হবে।

জ. আগ্রহী, পরিশ্রমী ও সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে।

আদব বিভাগের বৈশিষ্ট্য:

  • অভিজ্ঞ ও সুদক্ষ শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত।
  • যুগোপযোগী সিলেবাস প্রণয়ন।
  • ক্লাসরুমে আরবি ভাষায় কথপোকথন বাধ্যতামূলক।
  • প্রজেক্টরের সাহায্যে বিভিন্ন আরবি প্রোগ্রাম, প্রসিদ্ধ বক্তাদের বক্তব্য শুনা ও দেখার সুবর্ণ সুযোগ।
  • (المهارات الاربعة) ভাষার চারটি দক্ষতা তথা শুনে বুঝা, পড়ার দক্ষতা, বলার দক্ষতা ও লিখার দক্ষতা অর্জনের জন্য সেমিষ্টার হিসেবে ক্লাস ও তামরিনের ব্যবস্থা।

যোগাযোগ:

তত্ত্বাবাধায়ক:

মাওলানা ওবাইদুল্লাহ হামযা

মোবাইল: ০১৮৭১৫২৫২৫২

তাফসীর বিভাগে ভর্তির বিশেষ নিয়মাবলি:

জামিয়ার উচ্চতর তাফসীর বিভাগে ভর্তিচ্ছুক সকল তালেবে ইলমের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফতোয়া বিভাগের ভর্তি কার্যক্রম আগামী ৭ শাওয়াল ১৪৩৯ হি. থেকে শুরু হয়েছে। তাই ভর্তিচ্ছুকদেরকে নিম্নলিখিত নিয়মাবলির প্রতি লক্ষ রেখে ভর্তিকার্য সম্পাদন করার আহ্বান করা হচ্ছে।

শর্তাবলি:

ক.দাওরায়ে হাদিস পরীক্ষায় উত্তির্ণ হতে হবে।

খ. দাড়ি ও লেবাস-পোষাক সুন্নাত মুতাবেক হতে হবে।

গ. ভর্তি পরীক্ষায় উত্তির্ণ হতে হবে।

ঘ. সার্বক্ষণিক ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে।

ঙ. প্রচলিত রাজনীতি ইত্যাদির সাথে সম্পৃক্ততা কঠোরভাবে বর্জন করতে হবে।

চ. জামিয়ার সকল নিয়ম-কানুন মেনে চলতে হবে।

ছ. সর্বোপরি আহলে সুন্নাত ওয়াল জামাআত ও আকাবিরে দেওবন্দের অনুসারী হতে হবে।

জ. আগ্রহী, পরিশ্রমী ও সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে।

যোগাযোগ

তত্ত্বাবধায়ক:

আল্লামা রফীক আহমদ

মোবাইল: ০১৮১৫৬৩৭২১৫

উচ্চতর কিরাত বিভাগে ভর্তির বিশেষ নিয়মাবলি:

জামিয়া পটিয়ার একটি সক্রিয় ও সজীব বিভাগ ‘উচ্চতর কিরাত বিভাগ’। দীর্ঘদিন যাবত এই বিভাগ বিশুদ্ধভাবে কুরআনের পাঠদান, সুরভিত কণ্ঠে কুরআনের তিলাওয়াত এবং পবিত্র কুরআনের বিভিন্ন রিওয়াআত সম্পর্কে শিক্ষার্থীদেরকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলছে। প্রতি বছরের ন্যায় এই বছরও উক্ত বিভাগে ভর্তি কার্যক্রম যথাযথভাবে আরম্ভ হয়েছে। অতএব, আগ্রহী শিক্ষার্থীরা নিন্ম বর্ণিত শর্ত সাপেক্ষে ভর্তির আবেদন করতে পারবে।  

শর্তাবলি:

ক.দাওরায়ে হাদিস পরীক্ষায় উত্তির্ণ হতে হবে।

খ. দাড়ি ও লেবাস-পোষাক সুন্নাত মুতাবেক হতে হবে।

গ. ভর্তি পরীক্ষায় উত্তির্ণ হতে হবে।

ঘ. সার্বক্ষণিক ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে।

ঙ. প্রচলিত রাজনীতি ইত্যাদির সাথে সম্পৃক্ততা কঠোরভাবে বর্জন করতে হবে।

চ. জামিয়ার সকল নিয়ম-কানুন মেনে চলতে হবে।

ছ. সর্বোপরি আহলে সুন্নাত ওয়াল জামাআত ও আকাবিরে দেওবন্দের অনুসারী হতে হবে।

জ. আগ্রহী, পরিশ্রমী ও সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে।

যোগাযোগ:

তত্ত্বাবধায়ক:

মাওলানা কারী আব্দুচ ছমদ

মোবাইল: ০১৮১৯৬৪৯৭০৮

 

বাংলা সহিত্য গবেষণা বিভাগে ভর্তির বিশেষ নিয়মাবলি:

আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার একটি ঐতিহ্যবাহি বিভাগ ‘বাংলা সাহিত্য ও ইসলামী গবেষণা বিভাগ’। এই বিভাগে ভর্তীচ্ছুক ছাত্রদের নির্বাচনী পরীক্ষা  ১৮ শাওয়াল ১৪৩৯ হি: মোতাবেক ৩-৭-২০১৮ ইং তারিখ, রোজ: মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

বাংলা পরীক্ষা সকাল ৮:০০মি: বাংলা বিভাগের শ্রেণীকক্ষে এবং আরবী পরীক্ষাও বাংলা বিভাগের শ্রেণীকক্ষে বাদ জোহর ২:০০ অনুষ্ঠিত হবে।

অতএব, ভর্তিচ্ছুক ছাত্রদেরকে যথাসময়ে উক্ত পরীক্ষাসমূহে অংশগ্রহণ করতে হবে।

বিশেষ দ্রষ্টব্য: ছাত্রদের সুবিধার্থে ২ বছরের কোর্স ১ বছরে সন্নিবেশিত করা হয়েছে

বাংলা সাহিত্য ও গবেষণা বিভাগের পাঠ্যসূচি:

বাংলা ১ম বর্ষ (বছরের ১ম ছয় মাস)

১. বাংলা ১ম পত্র এস. এস. সি/দাখিল ক্লাসের বাংলা সাহিত্য থেকে নির্বাচিত প্রবন্ধ ও কবিতা।

২. বাংলা ২য় পত্র এস. এস. সি ক্লাসের বাংলা ব্যাকরণ।

৩. ইসলামের ইতিহাস, ইসলামী অর্থনীতি ও পৌরনীতি নবম ও দশম শ্রেণী (বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড) ।

৪. গণিত, (পাটিগণিত, বীজ গণিত ও জ্যামিতি)।

৫. ইংরেজী সাহিত্য ও গ্রামার (ছাত্রদের যোগ্যতা অনুযায়ী নির্বাচিত বই) ।

৬. দাওয়াত ও তাবলীগ- (তাবলীগি তাক্বরীরি ১ম খন্ড) আল্লামা ওমর পালনপুরী রহ.।

৭. আরবী অনুবাদ- আদর্শ অনুবাদ কোষ (১ম অর্ধাংশ) ড. মুহাম্মদ ফজলুর রহমান।

৮. সাংবাদিকতা- দৈনিক পত্রিকা পঠন বাধ্যতামূলক।

৯. সাপ্তাহিক বক্তৃতা অনুশীলন অপরিহার্য।

বাংলা ২য় বর্ষ (বছরের ২য় ছয় মাস)

১. (ক) বাংলা ১ম পত্র- এইচ. এস. সি/ আলিম ক্লাসের বাংলা সাহিত্য সংকলন (প্রয়োজনীয় প্রবন্ধ ও কবিতা)

(খ) বাংলা ১ম পত্র- বি. এ (ডিগ্রী)/ফাজিল ক্লাসের বাংলা সাহিত্য (বাংলা জাতীয় ভাষা) (প্রয়োজনীয় প্রবন্ধ ও কবিতা)

২. বাংলা ২য় পত্র উচ্চতর বাংলা ব্যাকরণ।

৩. ইসলামী রাজনীতি ও ইসলামী অর্থনীতি (নির্বাচিত গ্রন্থ)।

৪. গণিত-(পাটিগণিত, বীজ গণিত ও জ্যামিতি)।

৫. ইংরেজী ও গ্রামার (ছাত্রদের যোগ্যতা অনুযায়ী নির্বাচিত বই)।

৬. দাওয়াত ও তাবলীগ- (তাবলীগি তাক্বরীরি ১ম খন্ড) আল্লামা ওমর পালনপুরী রহ.।

৭. আরবী অনুবাদ- আদর্শ অনুবাদ কোষ (শেষাংশ) ড. মুহাম্মদ ফজলুর রহমান।

৮. সাংবাদিকতা- দৈনিক পত্রিকা পঠন বাধ্যতামূলক।

৯. সাপ্তাহিক বক্তৃতা অনুশীলন অপরিহার্য।

যোগাযোগ:

নির্বাহী তত্ত্বাবধায়ক

অধ্যপক সৈয়দ সিরাজুল ইসলাম

মোবইল: ০১৮৪৮৩৩৮৮৯৪

 

শর্টকোর্স বিভাগে ভর্তির বিশেষ নিয়মাবলি:
জ্ঞান-পিপাসু সাধারণ শিক্ষিত ভাইদের জন্য সংক্ষিপ্ত সময়ে আলেম হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে এই বিভাগে। মাত্র ছয় বছর মেয়াদী বিশেষ কোর্সে প্রতি বছরের ন্যায় এই বছরও ভর্তি কার্যক্রম আরম্ভ হয়েছে।

এই কোর্সের বৈশিষ্ট্য সুযোগ সুবিধা:

  • অবৈতনিক শিক্ষাব্যবস্থা।
  • দক্ষ শিক্ষক দ্বারা পাঠদান।
  • ছাত্র রাজনীতিমুক্ত পরিবেশ।
  • Spoken arabic এর ব্যবস্থা।
  • সার্বক্ষণিক শিক্ষক তত্ত্বাবধান।
  • বিষয়ভিত্তিক বিতর্ক অনুষ্ঠান।
  • মেধা বৃত্তি প্রদান।
  • সংরক্ষিত কম্পাউন্ডে আবাসিক সুব্যবস্থা।
  • নাহব-সরফের আলোকে আরবী ভাষার বিশেষ প্রশিক্ষণ।

শর্তাবলি:

  • ভর্তিচ্ছুক ছাত্রকে এস, এস, সি বা সমমান পরীক্ষায় কমপক্ষে Bগ্রেড এ উত্তীর্ণ হতে হবে।
  • ভর্তি পরীক্ষায় (বাংলা, অংক ও ইংরেজী বিষয়ে) মনোনীত হতে হবে।
  • জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ সঙ্গে নিয়ে আসতে হবে।
  • কুরআন শরীফ দেখে পড়ার যোগ্যতা থাকতে হবে।
  • অনুগত, মেধাবী, উৎসাহী ও পরিশ্রমী হতে হবে।
  • আবাসিক ছাত্র হিসাবে থাকতে হবে।

যোগাযোগ:

নির্বাহী তত্ত্বাবধায়ক

মাওলানা হাফেজ ফুরকান

মোবাইল: 01818995765

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ