ইসলামি শিক্ষাকেন্দ্র বান্দরবান
এটি আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। জামিয়ার সাবেক মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ ইউনুস রহ (প্রকাশ হাজী সাহেব হুজুর) ১৯৮৯ সালে এটি প্রতিষ্ঠা করেন। এতে রয়েছে একটি ত্রি-তলবিশিষ্ট সুবিশাল জামে মসজিদ, ৫০ শয্যাবিশিষ্ট দাতব্য চিকিৎসালয় ও ইসলামী শিক্ষাকেন্দ্র।