ইত্তেহাদের মারকাযী পরীক্ষার ফি জমা দেয়ার শেষ তারিখ আগামীকাল বুধবার
আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড)-এর বার্ষিক কেন্দ্রীয় পরীক্ষা আগামী ৮ই শাবান ১৪৪২ হিজরী, মোতাবেক ২২ মার্চ ২০২১ খৃষ্টাব্দ থেকে আরম্ভ হয়ে ১৩ই শাবান মোতাবেক ২৭শে মার্চ সমাপ্ত হবে,ইনশা আল্লাহ। জুমাবারও পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার্থীর নাম-ঠিকানা সহ সকল জামাতের তালিকা ও মারকাযী পরীক্ষার ফি ২০ জুমাদাল উখরা ১৪৪২ হিজরীর মধ্যে ইত্তেহাদের কেন্দ্রীয় অফিসে ফি জমা করা আবশ্যকীয়। সে হিসেবে আগামীকাল বুধবার ফি জমাদানের শেষ তারিখ।
অতএব,সংশ্লিষ্ট মাদরাসা ও আগ্রহী শিক্ষা-প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ পরীক্ষার্থীদের নাম-ঠিকানা ও পরীক্ষার ফি আগামীকাল বুধবারের মধ্যেই নিম্ন বর্ণিত হারে ইত্তেহাদের কেন্দ্রীয় অফিসে ফি জমা করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
জামাতে হাস্তুম-৩০০
জামাতে শাশুম-৩৫০
জামাতে ছাহারুম-৪০০
জামাতে উলা-কামেলাইন-৫০০
তাজভীদ-৫০০
নিবেদক
মুফতি আব্দুল হালীম বোখারী
সেক্রেটারী জেনারেল
আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ।