ফয়জিয়া তাজবীদুল কুরআন মাদরাসা ইছাপুর, হাটহাজারী
এটি চট্টগ্রাম হাটহাজারী থানার অন্তর্গত ইছাপুর এলাকায় অবস্থিত। এটি একটি উচ্চ মাধ্যমিক স্তরের মাদরাসা ও এতিমখানা। এতে প্রায় ৬ শতাধিক ছাত্র-ছাত্রী অধ্যয়নরত রয়েছে। এছাড়াও এতে রয়েছে একটি হেফজ বিভাগ ও সু-প্রসিদ্ধ কিরাত বিভাগ।