আল–মুনতাদা আল- আদাবী ( আরবি ও বাংলা সাহিত্য সংঘ) এ সাহিত্য সংঘের তত্বাবধানে শর্টকোর্স (ইসলামিক স্টাডিজ বিভাগ) এর শিক্ষার্থীদেরকে ত্রি-ভাষায় সহিত্য চর্চার ব্যবস্থা করা হয়। বার্ষিক সীরাতুর রাসুল সা. প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতি বছর ‘নবোদয়’ নামে ত্রি-ভাষায় সীরাত স্মারক প্রকাশ করা হয়।