আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার শোরা অধিবেশন অনুষ্ঠিত; মুহতামিম হলেন আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ

আজ ৭ই জিলহজ্ব ১৪৪৩ হিজরি মোতাবেক, ৭ই জুলাই ২০২২ ইংরেজী (বৃস্পতিবার) বাদে যোহর জামিয়া প্রধানের কার্যালয়ে ‘আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া’র এক জরুরি শোরা অধিবেশন অনুষ্ঠিত হয়।
উক্ত শোরা অধিবেশনের সভাপতিত্ব করেন, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ (কওমী মাদরাসা শিক্ষাবোর্ড)-এর সম্মানিত সভাপতি ও জামিয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়া চট্টগ্রাম-এর প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা সুলতান যওক নদভী (হাফি.)। উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ (হাফি.)-কে জামিয়ার মুহতামিম নিযুক্ত করা হয়। তেমনি আল্লামা সোলতান যওক নদভী (হাফি.)-কে প্রধান উপদেষ্টা এবং আল্লামা আমীনুল হক (হাফি.)-কে সদরে মুহতামিম এবং আল্লামা আবু তাহের নদবী (হাফি.)-কে নায়েবে মুহতামিম নিযুক্ত করা হয়।
আজকের শোরা অধিবেশেনে উপস্থিত ছিলেন, আল্লামা সুলতান যওক নদভী, সৌজন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া থানার সাংসদ ও মাননীয় হুইপ জনাব সামশুল হক এমপি, আল্লামা হাফেজ আহমদুল্লাহ, আল্লামা আমীনুল হক, আল্লামা আবু তাহের নদবী, আল্লামা জসীমুদ্দিন কাসেমি, আল্লামা ফোরকানুল্লাহ খলীল, আল্লামা আব্দুল হক হক্কানী, আল্লামা মুফতি আব্দুল কাদের, আল্লামা এমদাদুল্লাহ নানুপুরী, আল্লামা মুসলিম কক্সবাজার, আল্লামা মুফতি কেফায়তুল্লাহ শফীক, আল্লামা দলীলুর রহমান, আল্লামা আফজলুর রহমান শর্শদী, আল্লামা মাকসুদুর রহমান, মুফতি হাসান মুরাদাবাদি, মাওলানা আমানুল্লাহ প্রমুখ।
উপস্থিত সদস্যগণ বলেন, যেমনি এই প্রতিষ্ঠানটি আল্লাহর কাছে মাকবূল ও গ্রহণযোগ্য, তেমনি এর রয়েছে আন্তর্জাতিকভাবে সুনাম ও সুখ্যাতি। এই প্রতিষ্ঠানের উন্নতি-অগ্রগতি এবং একে এগিয়ে নেয়ার জন্য আন্তর্জাতিকমানের একজন যোগ্য মুহতামিমের প্রয়োজন। সেই বিবেচনায় আমাদের মরহুম মুহতামিম আল্লামা আব্দুল হালীম বোখারী (রহ.) আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ (হাফি.)-কে নায়েবে মুহতামিম নিযুক্ত করে যান এবং তাঁর মাধ্যমে দীর্ঘ দুই বছর যাবত জামিয়ার আভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়াদির আঞ্জাম দিয়ে যান।
অতএব, আল্লামা ওবায়দুল্লাহ হামযা (হাফি.) মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করবেন। আশা করি, তিনি জামিয়া পটিয়ার গৌরবোজ্জ্বল অতীত সংরক্ষণের পাশাপাশি বর্তমানকে সমৃদ্ধ ও ভবিষ্যৎকে বর্ণিল করার প্রানান্তকর প্রচেষ্টা চালিয়ে যাবেন। তাঁর নিষ্ঠাপূর্ণ সুষ্ঠু পরিচালনায় জামিয়া পটিয়ায় বহুমূখী উন্নয়ন-উন্নতির ধারা অব্যাহত থাকবে। পরিশেষে সভাপতির দুআর মাধ্যমে শোরা অধিবেশন সমাপ্ত হয়।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ