আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার অনলাইন ভর্তি বিজ্ঞপ্তি
এতদ্বারা ‘আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া’র (১৪৪১-১৪৪২ হিজরী শিক্ষাবর্ষের) ভর্তিইচ্ছুক শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৩ই শাওয়াল মোতাবেক ৬ই জুন ২০২০ খৃষ্টাব্দ (শনিবার) থেকে জামিয়ার অনলাইন ভর্তি কার্যক্রম আরম্ভ হতে যাচ্ছে। জামিয়া পটিয়ায় ভর্তিইচ্ছুক ছাত্রদেরকে আগামী ১৮ই শাওয়াল (বৃহস্পতিবার)-এর মধ্যে ভর্তি কার্যক্রম সমাপ্ত করতে বলা হচ্ছে।
উল্লেখ্য যে, ভর্তি ফি ও দাফতরিক কার্যক্রম পরবর্তী ঘোষণার পর জামিয়ায় উপস্থিত হয়ে সম্পন্ন করবে। পটিয়ায় করোনা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে (তালিকাভুক্ত শিক্ষার্থী ব্যতীত) অন্য কোন শিক্ষার্থী জামিয়া ক্যাম্পাসে অবস্থান করবে না।
বিশেষ দ্রষ্টব্য :
(ক) এ বছর জামিয়া পটিয়ায় সীমিত আকারে ছাত্র ভর্তি করা হবে। দাওরায়ে হাদীসে সর্বমোট ৭০০, উলা-কামেলাইনে ৫০০ এবং জামাতে সিউমে ৩০০ জন ছাত্র ভর্তি করা হবে। অতএব, আগ্রহী ছাত্রদেরকে দ্রুত যোগাযোগ করতে বলা হচ্ছে।
(খ) অনলাইন ভর্তি ফরম লিংক ও নিয়মাবলী সহ অতি শীঘ্রই প্রকাশ করা হবে, ইনশা আল্লাহ।
মজলিসে ইলমী ও ইন্তেজামিয়া কমিটির পক্ষে
আল্লামা আব্দুল হালীম বোখারী
মুহতামিম, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ।