আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর ইন্তিকালে আল্লামা বোখারী (হাফিজাহুল্লাহ)-এর গভীর শোক প্রকাশ

আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর ইন্তিকালে আল্লামা বোখারী (হাফিজাহুল্লাহ)-এর গভীর শোক প্রকাশ

আল-হাইয়াতুল উলইয়া লিল জাময়িাতিল কওমিয়া বাংলাদেশ’ এর সম্মানিত কো-চেয়ারম্যন, বেফাকুল মাদারিসিলি আরাবিয়ার সিনিয়র সহ-সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব এবং জামিয়া মাদানিয়া বারিধারার প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.- আজ ১৩ ডিসেম্বর ২০২০খৃষ্টাব্দ মোতাবেক ২৮ রবিউস সানী ১৪৪২ হিজরী (রোববার) বেলা ১: ৩০মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর ইন্তিকালে ‘আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া’র মুহতামিম ও শায়খুল হাদিস, আল্লামা মুফতি আব্দুল হালীম বোখারী (হাফিজাহুল্লাহ)  গভীর শোক প্রকাশ করেন ও তাঁর মাগফেরাত কামনা করেন। বর্তমানে আল্লামা বোখারী (হাফিজাহুল্লাহ) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎধীন অবস্থায় আছেন। তিনি সকলের নিকট সুস্থ্যতার জন্য দুআ কামনা করেছেন।

আল্লামা বোখারী (হাফিজাহুল্লাহ) বলেন, আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. ছিলেন দেশের অন্যতম শীর্ষ আলেমেদ্বীন, প্রজ্ঞাবান রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিজ্ঞ হাদিস বিশারদ এবং প্রকৃত দীনের দা’ঈ,  তিনি দ্বীন ও ইলমের প্রচার-প্রসারে নিজেকে আত্মনিবেদিত রেখেছেন।

আমরা (‘আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া’র সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্রবৃন্দ) তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, তাঁর ছাত্র ও ভক্ত-অনুরক্ত এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ, তিনি তাঁর দীনি খেদমতগুলো কবুল করেন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের সু-উচ্চ মাকামে সমাসীন করেন, আমীন।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ