আল্লামা নূরুল ইসলাম জিহাদী (রহ.)-এর ইন্তিকালে আল্লামা মুফতি আব্দুল হালীম বোখারীর গভীর শোক প্রকাশ
ঢাকার খিলগাঁও-এ অবস্থিত আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী(রহ.)-এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা মুফতী আব্দুল হালীম বোখারী (হাফি.)। তিনি গতকাল ২৯/১১/২০২১ ইংরেজী (সোমবার) দুপুর ১২.৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লামা বোখারী (হাফিজাহুল্লাহ) বলেন, আল্লামা নূরুল ইসলামা জিহাদী (রহ.) ছিলেন একজন প্রাজ্ঞ ও বিজ্ঞ আলেমেদ্বীন। তিনি চট্টগ্রামের কৈয়গ্রাম মাদ্রাসা, বাবুনগর মাদ্রাসা এবং ঢাকার আশরাফুল উলুম বড় কাটারা মাদরাসায় দীর্ঘদিন অধ্যাপনা করেন। অতঃপর ১৯৮৪ সালের ১০ জুলাই তিনি ঢাকা জেলার অন্তর্গত খিলগাঁও-এ আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম প্রতিষ্ঠা করেন। তিনি দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর মজলিসে শোরার গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭৮ সালে ইসলাম বিদ্বেষীদের প্রতিরোধের উদ্দেশ্যে তিনি “ইসলামী আন্দোলন পরিষদ” নামে একটি অরাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার করেছিলেন। তিনি দীর্ঘ সময় খতীবে আজম মাওলানা ছিদ্দিক আহমদ (রহ.)-এর সাহচর্যে ছিলেন। ১৯৯১ সালে ফটিকছড়ি আসন থেকে ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করেছিলেন। কাদিয়ানী বিরোধী আন্দোলন ও খতমে নবুয়ত আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত “আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ”-এর তিনি মহাসচিব ছিলেন। ২০২০ সালের ২৬ ডিসেম্বর তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব নির্বাচিত হন।
তাঁর কর্মময় বর্ণাঢ্য জীবনের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনপূর্বক আল্লামা বোখারী (হাফিজাহুল্লাহ) বলেন, সত্যিই তাঁর মৃত্যুতে কওমী অঙ্গণে যে শূন্যতা সৃষ্টি হয়ে তা সহজে পূরণ হওয়া সম্ভব নয়।
আমরা (‘আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া’র সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্রবৃন্দ) তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, তাঁর ছাত্র ও ভক্ত-অনুরক্ত এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।
মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ, তিনি তাঁর দীনি খেদমতগুলো কবুল করেন। তাঁকে জান্নাতুল ফিরদাউসের সু-উচ্চ মাকামে সমাসীন করুন, আমীন।