আমরা শোকাহত! আমরা মর্মাহত!

আমরা শোকাহত! আমরা মর্মাহত!

আজ ২৬ শে অক্টোবর ২০২০ খৃষ্টাব্দ মোতাবেক ৮ই রবিউল আউয়াল ১৪৪২হিজরী (সোমবার) আনুমানিক রাত ০২:১৫ মিনিটে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার প্রবীণ সিনিয়র শিক্ষক উস্তাদুল আসাতিযাহ হযরত মাওলানা কলিমুল্লাহ [রহ.] ইন্তিকাল করেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ  সকাল দশটায় জামিয়া প্রাঙ্গণে হযরতের বড় ছেলে মাওলানা সলিমুল্লাহ’র ইমামতিতে নামাযে জানাযা অনুষ্ঠিত হয় এবং ‘মাকবারায়ে আজিজিয়ায়’ তাঁর দাফন সম্পন্ন হয়। নামাযে জানাযায় জামিয়ার ছাত্র-শিক্ষকসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ওলামা-মাশায়েখ, তাঁর অসংখ্য ছাত্র ও ভক্ত-অনুরক্ত অংশগ্রহণ করেন।

তিনি বিগত কয়েকদিন পূর্বে ডায়বেটিস ও বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫বছর। তিনি ৪ ছেলে , ২ মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে যান।

তিনি ছিলেন জামিয়া পটিয়ার একজন আদর্শ শিক্ষক। তিনি প্রায় ৫০ বছর জামিয়ায় ইখলাস ও দক্ষতার সাথে একাডেমিক বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে সত্যিই জামিয়ায় বড় শূণ্যতা বিরাজ করছে। জামিয়া প্রধান আল্লামা মুফতি আব্দুল হালীম বোখারী (হাফিজাহুল্লাহ)-সহ জামিয়ার সকল ছাত্র-শিক্ষক তাঁর মৃত্যুতে গভীর শোকাহত ও মর্মাহত।

আমরা মরহুমের মাগফিরাত কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করি।

হে আল্লাহ! তুমি আপন দয়ায় তাঁকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করুন এবং তাঁর পরিবার-পরিজনকে সবরে জমীল নসীব করুন, আমীন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ