আমরা শোকাপ্লুত!
আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ-এর বিজ্ঞ পরিদর্শক ও চকরিয়া ইমাম বোখারী মাদরাসার প্রতিষ্ঠাতা, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা আব্দুল হালীম বোখারী (হাফিজাহুল্লাহ). এর ছোট ভাই, প্রবীণ আলেমে দীন মাওলানা আবদুর রহীম বুখারী রহ. (১৬ এপ্রিল) বৃহস্পতিবার বিকাল ২ ঘটিকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি ডায়াবেটিক ও কিডনি রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ডাক্তারের নিবিড় পরিচর্যায় ছিলেন। মৃত্যুকালে তার আনুমানিক বয়স ৭১। গতকাল রাত ৯.৩০ মিনিটে চকরিয়া ইমাম বুখারী মাদরাসায় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে সহ অসংখ্য শাগরিদ, ভক্ত-অনুরক্ত ও শুভাকাঙ্কী রেখে যান।
মাওলানা আবদুর রহীম বুখারী রহ. লোহাগাড়া উপজেলার রাজঘাটা হোসাইনিয়া মাদরাসায় প্রাথমিক পড়াশোনা শেষে জামিয়া পটিয়ায় উচ্চ শিক্ষা লাভ করেন। পরে ঢাকা লালবাগ ও দারুল উলুম দেওবন্দ থেকে পুনরায় দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি গারাঙ্গিয়া আলিয়া মাদরাসার প্রধান মুহাদ্দিস হিসেবে দীর্ঘদিন খেদমতে নিয়োজিত ছিলেন। পরবর্তীতে চকরিয়া ইমাম বোখারী মাদরাসা প্রতিষ্ঠা করেন এবং মৃত্যু অবধি তিনি তার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যক্তি জীবনে এই প্রতিভাবান পণ্ডিত আলেম অত্যন্ত সাদামাটা জীবন-যাপনে অভ্যস্ত ছিলেন। হাসিখুশি, রসিকতা ও পাণ্ডিত্যের ভেতরে তার বিনয়ী বুজর্গসত্তাটি সকলের স্মৃতিতে অম্লান হয়ে থাকবে । তিনি আধ্যাত্মিকতায় সাধনে করে পীরে কামেল আল্লামা ইসহাক হৃলী রহ. এর কাছ থেকে খেলাফত লাভে ধন্য হন।
তিনি ছিলেন আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ-এর বিজ্ঞ পরিদর্শক। তাঁর মৃত্যুতে সত্যিই ‘আঞ্জুমানে’ বড় শূণ্যতা বিরাজ করছে। জামিয়া প্রধান আল্লামা মুফতি আব্দুল হালীম বোখারী হাফিজাহুল্লাহ সহ জামিয়ার সকল ছাত্র-শিক্ষক তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন।
আমরা মরহুমের মাগফিরাত কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি।
হে আল্লাহ! তুমি আপন দয়ায় তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন এবং তাঁর পরিবার-পরিজনকে সবরে জমীল নসীব করুন, আমীন।