‘আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ’ এর সাধারণ সভার সিদ্ধান্তসমূহ
বিগত ১০-০৩-১৪৪০হিঃ রোজ সোমবার বাদে আসর জামিয়া পটিয়ার দারুল হাদিসে ‘আঞ্জুমনে ইত্তিহাদুল মাদারিস বাংলাদেশ’ এর এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সর্বস্মতিক্রমে নিম্নের সিদ্ধান্তগুলো গৃহিত হয়।
১. গত বছরের কার্যক্রমের বিবরণ শুনানোর পর অনুমোদন দেয়া হয়।
২. গত বছরের হিসাব-নিকাশ পর্যালোচনা করে অনুমোদন দেয়া হয়।
৩. বিভিন্ন সিদ্ধান্ত ও সংবাদ যথাসময়ে পৌঁছানোর সুবিধার্থে প্রত্যেক উপজেলায় একটি মাদরাসাকে কেন্দ্র ঘোষণা করা হয়।
ক্রমিক নং উপজেলার নাম কেন্দ্রের নাম
১ টেকনাফ জামিয়া ইসলামিয়া টেকনাফ
২ মহেশখালী জামিয়া ইসলামিয়া গোরকঘাটা
৩ বাঁশখালী জামিয়া মিল্লিয়া আযিযিয়া, বৈলছড়ি
৪ রাঙ্গুনিয়া জামিয়া কুরআনিয়া ইউনুছিয়া চন্দ্রঘোনা
৫ পটিয়া ও চন্দনাইশ জামিয়া ইসলামিয়া পটিয়া
৬ নোয়াখালী জামিয়া ইসলামিয়া মাইজদি, নোয়াখালী
৭ উকিয়া দারুত তাহজীব টেংখালী
৮ কুতুবদিয়া ওমর বিন খত্তাব মাদরাসা
৯ লোহাগাড়া সাতকানিয়া জামিয়া হুসাইনিয়া রাজঘাটা
১০ চট্টগ্রাম শহর জামিয়া মাদানিয়া শোলকবহর, চট্টগ্রাম
১১ ফটিকছড়ি বায়তুল হুদা মাদরাসা
১২ রামু দারুল উলুম চাকমারকুল
১৩ চকরিয়া এমদাদুল উলুম চিরিঙ্গা
১৪ আনোয়ারা দারুসসুন্নাহ মাদরাসা দুধকুমড়া
১৫ হাটহাজারী ঈসাপুর মাদরাসা
১৬ মিরশরাই হাফেজুল উলুম, জামালপুর
১৭ কক্সবাজার জামিয়া রহমানিয়া পাহাড়তলী
১৮ পেকুয়া আশরাফুল উলুম পেকুয়া
১৯ বোয়ালখালী জামিয়া ওয়াহেদিয়া মুনশিপাড়া
২০ রাউজান মাদরাসা ইউনুছিয়া মদুনাঘাট
২১ ফেনী-কুমিল্লা জামিয়া মাদানিয়া ফেনী
৪. চলতি বছর ইত্তিহাদের কেন্দ্রীয় পরীক্ষা ১৩ শাবান থেকে আরম্ভ হয়ে ১৯ শে শাবান সমাপ্ত হবে। ১৫ ই শাবান শবে বরাত উপলক্ষ্যে পরীক্ষা হবে না। তবে জুমাবারও পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৫. নিম্ন বর্ণিত হারে মারকাযী পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে; জামাতে হাস্তুম-২৫০। জামাতে শাশুম-৩০০। জামাতে ছাহারুম-৩৫০। জামাতে দুয়াম-কামেলাইন-৪০০। তাজভীদ-৪০০।
৬. পরীক্ষার্থীদের নাম-ঠিকানা সহ একসাথেই ২০ জুমাদাল উখরা ১৪৪০ হিজরীর মধ্যে ইত্তিহাদ অফিসে ফি জমা করতে হবে।
৭. পরীক্ষার হল, পরীক্ষক ও নাজুর-মুরাকিব নির্ধারণ করা হয়।