“আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস (কওমী মাদরাসা শিক্ষা বোর্ড) বাংলাদেশ’’–এর যৌথ সভার
বিশেষ দাওয়াতনামা
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ!
সম্মানিত মুহতামিম মহোদয়!
আশা করি ভালো আছেন, আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৬ই রবিউল আওয়াল ১৪৪৩ হিজরী, মোতাবেক ৩রা নভেম্বর ২০২১ খৃষ্টাব্দ, রোজ বুধবার, বেলা ১১ ঘটিকায় “আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস (কওমী মাদরাসা শিক্ষাবোর্ড) বাংলাদেশ’’-এর কেন্দ্রীয় কার্যালয় ‘‘আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া’’য় বোর্ডের সাধারণ পরিষদ, মজলিসে শোরা, পরীক্ষা কমিটির যৌথ সভার আহবান করা হয়েছে।
অতএব, আশা করি, ইত্তেহাদের দায়িত্বশীল সদস্য হিসেবে যথাসময়ে উপস্থিত হয়ে মূল্যবান পরামর্শ প্রদান করে বোর্ডের কার্যক্রমকে আরো বেগবান করবেন।
আহবায়ক
(আল্লামা মুফতি ) আব্দুল হালীম বোখারী
মহাসচিব, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস (কওমী মাদরাসা শিক্ষা বোর্ড) বাংলাদেশ।