আজ ২৯ শে সফর ১৪৪১ হিজরী মোতাবেক ২৯শে অক্টোবর ২০১৯ খৃষ্টাব্দ রোজ মঙ্গলবার বাদে মাগরিব জামিয়া পটিয়ার দারুল হাদিস মিলনায়তনে জামিয়ার প্রয়াত দুই উস্তাদ আল্লামা রহমাতুল্লাহ কাওসার নেজামী রহ. ও মাওলানা ইসমাঈল আযীয রহ. এর স্মরণ সভা এবং কাব্যর্চচা অনুষ্ঠান (মোশা’ইরা) অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠান সংঞ্চালনায় থাকবেন শো’বায়ে মোশা’ইরা (কাব্যচর্চা বিভাগের) যিম্মাদার, জামিয়ার মুহাদ্দিস, বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাওলানা আব্দুল জলীল কওকব হাফিজাহুল্লাহ।
সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়া প্রধান হাকিমুল ইসলাম আল্লামা আব্দুল হালীম বোখারী হাফিজাহুল্লাহ।
জামিয়ার ছাত্র-শিক্ষক সহ দেশের বিভিন্ন মাদরাসা থেকে আগত কবি-সাহিত্যিকগণও কাব্যচর্চায় অংশগ্রহণ করবেন। তাদের অনেকই স্বরচিত ছড়া-কবিতা উপস্থান করবেন। শিক্ষার্থীরা উর্দূ-আরবী এবং বাংলা ছড়া-কাব্য লিখে সুরভিত কণ্ঠে উপস্থাপন করবে।
উক্ত স্মরণ সভা ও কাব্যচর্চা অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য কাব্যচর্চা বিভাগের পক্ষ থেকে বিনীতভাবে দাওয়াত করা হচ্ছে।
সলামান্তে
মাওলানা আব্দুল জলীল কওকব
বিভাগীয় যিম্মাদার: কাব্যচর্চা বিভাগ,
আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ।