আজ বাদে মাগরিব জামিয়া পটিয়ায় স্মরণ সভা ও কাব্যর্চচা অনুষ্ঠান

আজ ২৯ শে সফর ১৪৪১ হিজরী মোতাবেক ২৯শে অক্টোবর ২০১৯ খৃষ্টাব্দ রোজ মঙ্গলবার বাদে মাগরিব জামিয়া পটিয়ার দারুল হাদিস মিলনায়তনে জামিয়ার প্রয়াত দুই উস্তাদ আল্লামা রহমাতুল্লাহ কাওসার নেজামী রহ. ও মাওলানা ইসমাঈল আযীয রহ. এর স্মরণ সভা এবং কাব্যর্চচা অনুষ্ঠান (মোশা’ইরা) অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠান সংঞ্চালনায় থাকবেন শো’বায়ে মোশা’ইরা (কাব্যচর্চা বিভাগের) যিম্মাদার, জামিয়ার মুহাদ্দিস, বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাওলানা আব্দুল জলীল কওকব হাফিজাহুল্লাহ।

সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়া প্রধান হাকিমুল ইসলাম আল্লামা আব্দুল হালীম বোখারী হাফিজাহুল্লাহ।

জামিয়ার ছাত্র-শিক্ষক সহ দেশের বিভিন্ন মাদরাসা থেকে আগত কবি-সাহিত্যিকগণও কাব্যচর্চায় অংশগ্রহণ করবেন। তাদের অনেকই স্বরচিত ছড়া-কবিতা উপস্থান করবেন। শিক্ষার্থীরা উর্দূ-আরবী এবং বাংলা ছড়া-কাব্য লিখে সুরভিত কণ্ঠে উপস্থাপন করবে।

উক্ত স্মরণ সভা ও কাব্যচর্চা অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য কাব্যচর্চা বিভাগের পক্ষ থেকে বিনীতভাবে দাওয়াত করা হচ্ছে।

 

সলামান্তে

মাওলানা আব্দুল জলীল কওকব

বিভাগীয় যিম্মাদার: কাব্যচর্চা বিভাগ,

আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ।

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ