আজ বাদে মাগরিব জামিয়া পটিয়ায় ‘নবীগণ নিষ্পাপ’ বিষয়ক বির্তক অনুষ্ঠান!

আজ বাদে মাগরিব জামিয়া পটিয়ায় নবীগণ নিষ্পাপ’ বিষয়ক বির্তক অনুষ্ঠান!

আজ ২৯ শে শাওয়াল ১৪৪০ হি. মোতাবেক ৩রা জুলাই ২০১৯ খৃষ্টাব্দ রোজ বুধবার জামিয়া পটিয়ার দারুল হাদিসে শিক্ষার্থীদের প্রশিক্ষণ মূলক বির্তক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।  জামিয়ার সজিব ও সক্রিয় বিভাগ শোবায়ে মুনাজারা’ এর যিম্মাদার আল্লামা রফিক আহমদ সাহেব জানিয়েছেন অন্যান্য বছরের ন্যায় এই বছরও ছাত্রদেরকে বিভিন্ন বিষয়ে তার্কিক হিসাবে গড়ে তোলার উদ্দেশ্যে কয়েকটি বির্তক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

জামাতে ছাহারুম থেকে দাওরায়ে হাদিস এবং তাখাস্সুসাতের শিক্ষার্থীরা এই বির্তক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে।  পূর্বের ঘোষণা অনুযায়ী এ বারের বিষয় নির্দিষ্ট করা হয়েছে নবীগণ নিষ্পাপ’ উক্ত অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কিত করবেন আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার সুযোগ্য মুহতামিম আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী দাঃ বাঃ

দাবির পক্ষে যুক্তিপেশ করবেন,

শাকের উল্লাহ (দাওরা), উবাইদুল্লাহ (দাওরা), ওমর ফারুক (দাওরা), আবুদুল্লাহ আল-মা’রুফ(দাওরা), আব্দুর রহীম (দাওরা), গিয়াসুদ্দিন (দাওরা), আতহারুল্লাহ (উলা), ইসমাঈল (কামেলাইন), শোয়াইবুল ইসলাম (কামেলাইন), ত্বোহা (কামেলাইন), ফরহাদ (দুয়াম), আজম আলী (দুয়াম), উসামা (সিউম), আলী মারতুজা (সিউম), মুফাসসল (সিউম), শামসুল হক (সিউম), নূর হাশেম (সিউম)।

 দাবির বিপক্ষে যুক্তি পেশ করবেন, 

শাকেরুল্লাহ রামুভী (দাওরা), ইয়াছিন (দাওরা), সাজেদুল্লাহ (দাওরা), তৈয়ব (দাওরা), উমর ফারুক (দাওরা), মিযান (দাওরা), আহমদ (কামেলাইন), গিয়াসুদ্দিন (কামেলাইন), আইয়ুব (কামেলাইন), জালালুদ্দিন (কামেলাইন), মুনিরুল ইসলাম নকী, (সিউম), আমজাদ হুসাইন (সিউম), আব্দুর রহীম (সিউম), আসাদ কাবীর (সিউম), আলী আসগর (সিউম), বদিউজ্জামান (সিউম), আলাউদ্দীন (সিউম)।

বিভাগীয় যিম্মাদার ও সহকারী যিম্মাদার মাওলানা কাজী আখতার হোসাইন সাহেব সকল শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীগণকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ