আজ বাদে মাগরিব জামিয়া পটিয়ায় কাব্যর্চচা ও জামিয়া প্রধানের হজ্ব বিদায়ী অনুষ্ঠান
আজ ২৮ শে জিলক্বদ ১৪৪০ হিজরী মোতাবেক পহেলা আগষ্ট ২০১৯ খৃষ্টাব্দ রোজ বৃহস্পতিবার বাদে মাগরিব জামিয়া পটিয়ার দারুল হাদিসে এক শানদার কাব্যর্চচা অনুষ্ঠান (মোশা’ইরা) ও জামিয়া প্রধানের হজ্ব বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠান সংঞ্চালনায় থাকবেন শোবায়ে মোশা’ইরা (কাব্য চর্চা বিভাগের) যিম্মাদার, জামিয়ার মুহাদ্দিস, বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাওলানা আব্দুল জলীল কওকব হাফিজাহুল্লাহ।
এবং সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়া প্রধান হাকিমুল ইসলাম আল্লামা আব্দুল হালীম বোখারী হাফিজাহুল্লাহ।
উল্লেখ্য যে, উক্ত কাব্য চর্চা অনুষ্ঠানে জামিয়ার ছাত্র-শিক্ষকগণ অংশগ্রহণ করবেন। কাব্য চর্চা বিভাগের যিম্মাদার মাওলানা আব্দুল জলীল কওকব সহ আরো অনেকেই স্বরচিত কবিতা উপস্থান করবেন এবং শিক্ষার্থীরাও উর্দূ-আরবী এবং বাংলা ছড়া-কাব্য লিখে সুরভিত কণ্ঠে উপস্থাপন করবে।
উক্ত কাব্য চর্চা অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য কাব্যচর্চা বিভাগের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।