আজ বাদে এশা জামিয়া পটিয়ায় বির্তক অনুষ্ঠান

আজ বাদে এশা জামিয়া পটিয়ায় বির্তক অনুষ্ঠান

আজ ৬ই জিলকদ ১৪৪৩ হি. মোতাবেক ৬ই জুন ২০২২ খৃষ্টাব্দ (সোমবার) জামিয়া পটিয়ার দারুল হাদিসে শিক্ষার্থীদের প্রশিক্ষণ মূলক বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জামিয়ার সজিব ও সক্রিয় বিভাগ শোবায়ে মুনাজারা’ এর যিম্মাদার মাওলানা কাজী আখতার হোসেন আনোয়ারী (হাফি.) জানিয়েছেন অন্যান্য বছরের ন্যায় এই বছরও ছাত্রদেরকে বিভিন্ন বিষয়ে তার্কিক হিসাবে গড়ে তোলার উদ্দেশ্যে কয়েকটি বির্তক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

জামাতে ছাহারুম থেকে দাওরায়ে হাদিস এবং তাখাস্সুসাতের শিক্ষার্থীরা এই বির্তক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে।  পূর্বের ঘোষণা অনুযায়ী এ বারের বিষয় নির্দিষ্ট করা হয়েছে ‘ফিতনায়ে আহলে হাদীস’।

ছাত্রদের প্রশিক্ষণ মূলক এই বিতর্ক অনুষ্ঠানটি এমন পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন কথিত আহলে হাদীস ভাইয়েরা নিজেদের কর্মকাণ্ডকে সম্প্রসারণ ও দ্রুতগামী করার লক্ষ্যে খুবই ভয়ানক ও ধ্বংসাত্মক পন্থা অবলম্বন করে চলেছে। তারা বিভিন্ন এলাকায় সহজ-সরল মুসলমান, দীনি জ্ঞান সম্পর্কে অবগত নন এমন শিক্ষিত সমাজকে হাদিসের ওপর আমল করার নামে পথভ্রষ্ট করে চলেছে। তারা দাবি করছে যে, হাদিসের ওপর একমাত্র তারাই আমল করে থাকেন, অন্যরা সকলেই হাদিস প্রত্যাখ্যানকারী। অর্থাৎ, যে সকল মুসলমান দীনের ওপর আমল করার জন্যে ও কুরআন-হাদিস বুঝার জন্যে ইমাম চতুষ্টয়ের দিক-নির্দেশনা গ্রহণ করেন এবং তাঁদের মধ্য থেকে কারো “তাকলিদ”(অনুসরণ) করেন তারা সকলেই গুমরাহ ও পথভ্রষ্ট।

সুতারাং এই ফিতনা দমনের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে তৈরী করতেই জামিয়া পটিয়ার এই আয়োজন। আশা করি অংশগ্রহণকারী সকলেই এই ফিতনা সম্পর্কে অবগত ও তাদের কৌশল সম্পর্কে সম্যক জ্ঞাত হতে পাররেন, ইনশা আল্লাহ।

‘শুবায়ে মুনাজারা’ (তর্ক ও যুক্তি বিভাগ) এর যিম্মাদার মাওলানা কাজী আখতার হোসাইন আনোয়ারী হাফিজাহুল্লাহ সকলকে এই বির্তক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ