আজ থেকে জামিয়া পটিয়ায় দু’দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন
দেশের ঐতিহ্যবাহী ধর্মীয় বিদ্যাপীঠ জামেয়া ইসলামিয়া পটিয়ার দু’দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷
সম্মেলনের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জামেয়ার সম্মেলন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিখ্যাত দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি মাওলানা হাবিবুর রহমান খায়রাবাদী, ভারত।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা আব্দুল খালেক সাম্বলী (হাফিজাহুল্লা), সহকারী পরিচালক, দারুল উলূম দেওবন্দ, ভারত।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা সালমান বিজনুরী, উস্তাদে আ’লা দারুল উলূম দেওবন্দ, ভারত।
মুফতি ওবাইদুল্লাহ আস-আদী, সেক্রেটারী জেনারেল, ইলামিক ফিকহ একাডেমী, ইন্ডিয়া।
বিশেষ আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন, মাওলানা ইয়াসির নদীম আল-ওয়াজেদী, আমেরিকা।
আরো বয়ান পেশ করবেন জামেয়া আরাবিয়া জিরি মাদরাসার মুহতামিম মাওলানা শাহ মুহাম্মদ তৈয়্যব, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা ডক্টর আ ফ ম খালিদ হোসাইন, মাওলানা আবদুল বাসেত খান সিরাজগঞ্জ, মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা সহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম ৷
জামেয়ার মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা আবদুল হালিম বোখারী সর্বস্তরের তৌহিদী জনতাকে যথাসময়ে সম্মেলনে উপস্থিতি হওয়ার জন্য আহবান জানিয়েছেন।