আগামীকাল সোমবার জামিয়া পটিয়ার সকল বিভাগের উদ্বোধনী দরস 

আগামীকাল সোমবার জামিয়া পটিয়ার সকল বিভাগের উদ্বোধনী দরস

আগামীকাল ২০ শে শাওয়াল ১৪৪০ হিঃ মোতাবেক ২৪ জুন ২০১৯ খৃষ্টাব্দ রোজ সোমবার থেকে দক্ষিণ এশিয়ার প্রসিদ্ধ দীনি শিক্ষানিকেতন, ইসলামি আরবী বিশ্ববিদ্যালয় আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার ১৪৪০-১৪৪১হিঃ শিক্ষাবর্ষের নির্ধারিত রুটিন অনুযায়ী সকল বিভাগের ‘উদ্বোধনী দরস’ যথানিয়মে আরম্ভ হবে, ইনশা আল্লাহ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে হিদায়তী বয়ান পেশ করবেন জামিয়া প্রধান হাকিমুল ইসলাম আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী হাফিজাহুল্লাহ

প্রতিদিন জামিয়ার দরস আরম্ভ হয় সকাল ১০:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত বিরতি। মাগরিবের পর থেকে এশা পর্যন্ত তাকরার (পুনঃপাঠ) ও অধ্যয়ন। এশার নামাযের পর থেকে ১০:৩০ পর্যন্ত ব্যক্তিগত অধ্যয়ন অতঃপর ঘুম ও বিশ্রাম এবং ভোর ৩ ঘটিকার সময় জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামায আদায় করতঃ অধ্যয়নে নিমগ্ন হওয়া; জামিয়ার প্রত্যেহ সাধারণ নিয়ম।

উল্লেখ্য যে, গত ৮ই শাওয়াল শনিবার থেকে জামিয়ার সকল বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হয়ে ১৭ শাওয়াল রোজ বুধবার সমাপ্ত হয়েছে। দরস আরম্ভ হওয়ার পূর্বে শিক্ষার্থীদেরকে জামিয়ার গ্রন্থগার থেকে কিতাবাদি সংগ্রহ করতে বলা হয়েছে।

জ্ঞাতব্য যে, ‘আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া’ দক্ষিণ এশিয়ার অন্যতম দীনি প্রতিষ্ঠান।  নুরাণী, হিফজ ও ইবতিদায়ী শ্রেণী থেকে দাওরায়ে হাদিস শরিফ (মাষ্টার্স সমমান) পর্যন্ত কিতাব বিভাগসহ এখানে রয়েছে কিরাত, ইফতা, তাফসির, হাদিস, আরবি ও বাংলা সাহিত্যের উচ্চতর গবেষণা বিভাগসমূহ। সকল বিভাগের ভর্তিকার্যক্রম শেষে ১৪৪০-৪১হিঃ বর্ষের প্রথমিক দরস আরম্ভ হতে যাচ্ছে, আল্লাহ তা’য়ালা সকল দরসে বরকত দান করুন, আমীন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ