আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ (কওমি মাদরাসা শিক্ষা বোর্ড)-এর ৬৪তম কেন্দ্রীয় পরীক্ষা ১৪৪৪হিজরী/২০২৩ ইংরেজী আগামীকাল ৫ই শাবান ১৪৪৪হিজরী মোতাবেক ২৬ শে ফেব্রুয়ারি ২০২৩ ইংরেজী (রবিবার) থেকে আরম্ভ হবে, ইনশা আল্লাহ।
মুতাওয়াসসিতা (হাস্তুম), সানাবিয়া আম্মা (শাশুম), সানাবিয়া খাচ্ছা (ছাহারুম), আলিয়া ৩য় বর্ষ (উলা/কামেলাইন) এবং দাওরায়ে হাদীস, তাজবীদ ১ম বর্ষ ও ২য় বর্ষসহ মোট সাতটি স্তরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়াসহ সর্বমোট ৪৪টি কেন্দ্রে মারকাযী পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ ৫ই শাবান ১৪৪৪ হিজরী (শনিবার) বাদে ফজর জামিয়ার শিক্ষক মিলনায়তনে বিভিন্ন কেন্দ্রে দায়িত্বশীল নির্ধারণের জন্য নাযুর-মুরাকিবদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় আলোচনা করেন, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ-এর পরীক্ষা নিয়ন্ত্রক আল্লামা মুফতি জসীমুদ্দিন কাসেমী (হাফিজাহুল্লাহ)।
তিনি বলেন, দেশের প্রাচীনতম কওমী শিক্ষা বোর্ড হলো আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ। এ বোর্ডের অনেক ইতিহাস-ঐতিহ্য রয়েছে। এ বোর্ডের নিয়ম-শৃংঙ্খলা ও নীতি-নৈতিকতা আদর্শ হয়ে আছে। ৬৪ বছরের ইতিহাসে প্রশ্নপত্র ফাঁসের কোন কলঙ্ক নেই। ভবিষ্যতেও যেন কোন ধরণের অনিয়ম পরিলক্ষিত না হয়, এ জন্য সকল দায়িত্বশীলকে সচেতন থাকতে হবে। কোন একজনের অসাবধনতা, অসর্তকতার কারণে পুরো বোর্ডের যেন সুনাম বিনষ্ট না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে।
পরিশেষে পরীক্ষার্থীর সফলতা ও সুন্দরভাবে পরীক্ষা সমাপ্তির জন্য দুআর মাধ্যমে আলোচনা সভা সমাপ্ত হয়।