আগামীকাল রবিবার থেকে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ–এর ৬৪তম কেন্দ্রীয় পরীক্ষা (১৪৪৪হিজরী/২০২৩ইংরেজী) আরম্ভ

আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ (কওমি মাদরাসা শিক্ষা বোর্ড)-এর ৬৪তম কেন্দ্রীয় পরীক্ষা ১৪৪৪হিজরী/২০২৩ ইংরেজী আগামীকাল ৫ই শাবান ১৪৪৪হিজরী মোতাবেক ২৬ শে ফেব্রুয়ারি ২০২৩ ইংরেজী (রবিবার) থেকে আরম্ভ হবে, ইনশা আল্লাহ।

মুতাওয়াসসিতা (হাস্তুম), সানাবিয়া আম্মা (শাশুম), সানাবিয়া খাচ্ছা (ছাহারুম), আলিয়া ৩য় বর্ষ (উলা/কামেলাইন) এবং দাওরায়ে হাদীস, তাজবীদ ১ম বর্ষ ও ২য় বর্ষসহ মোট সাতটি স্তরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়াসহ সর্বমোট ৪৪টি কেন্দ্রে মারকাযী পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ ৫ই শাবান ১৪৪৪ হিজরী (শনিবার) বাদে ফজর জামিয়ার শিক্ষক মিলনায়তনে বিভিন্ন কেন্দ্রে দায়িত্বশীল নির্ধারণের জন্য নাযুর-মুরাকিবদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় আলোচনা করেন, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ-এর পরীক্ষা নিয়ন্ত্রক আল্লামা মুফতি জসীমুদ্দিন কাসেমী (হাফিজাহুল্লাহ)।

তিনি বলেন, দেশের প্রাচীনতম কওমী শিক্ষা বোর্ড হলো আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ। এ বোর্ডের অনেক ইতিহাস-ঐতিহ্য রয়েছে। এ বোর্ডের নিয়ম-শৃংঙ্খলা ও নীতি-নৈতিকতা আদর্শ হয়ে আছে। ৬৪ বছরের ইতিহাসে প্রশ্নপত্র ফাঁসের কোন কলঙ্ক নেই। ভবিষ্যতেও যেন কোন ধরণের অনিয়ম পরিলক্ষিত না হয়, এ জন্য সকল দায়িত্বশীলকে সচেতন থাকতে হবে। কোন একজনের অসাবধনতা, অসর্তকতার কারণে পুরো বোর্ডের যেন সুনাম বিনষ্ট না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে।

পরিশেষে পরীক্ষার্থীর সফলতা ও সুন্দরভাবে পরীক্ষা সমাপ্তির জন্য দুআর মাধ্যমে আলোচনা সভা সমাপ্ত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ