আগামীকাল বেলা ১১টায় ইত্তেহাদের যৌথ সভা; জামিয়ার সকল বিভাগে সকাল ৭টা থেকে দরস আরম্ভ
আজ বাদে যোহর জামিয়ার কেন্দ্রীয় জামে মসজিদে শিক্ষা বিভাগীয় প্রধান মাওলানা মুফতি জসীমুদ্দিন কাসেমী (হাফিজাহুল্লাহ) ঘোষণা করেন যে, আগামীকাল ১১ই রবিউল আওয়াল ১৪৪২ হিজরী,মোতাবেক ২৯ শে অক্টোবর ২০২০ খৃষ্টাব্দ রোজ বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় “আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস (কওমী মাদরাসা শিক্ষাবোর্ড) বাংলাদেশ’’-এর কেন্দ্রীয় কার্যালয় আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া’য় বোর্ডের মজলিশে শুরা,পরীক্ষা কমিটি ও সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত সভা উপলক্ষে জামিয়ার সকল বিভাগে আগামীকাল সকাল ৭ঘটিকা থেকে দরস আরম্ভ হয়ে ১০ঘটিকায় শেষ হবে। দাওরায়ে হাদীস-তাকমীল জামাতে তিনটি দরস এবং অন্যান্য বিভাগে চারটি দরস হবে। তিনি শিক্ষার্থীদেরকে সেভাবে দরসের প্রস্তুতি গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন।