পূর্বের ঘোষণা অনুযায়ী আগামীকাল ১লা রবিউল আউয়াল ১৪৪৪ হিজরী, মোতাবেক ২৮শে সেপ্টেম্বর ২০২২ খৃষ্টাব্দ, রোজ বুধবার, বেলা ১১ ঘটিকায় “আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস (কওমী মাদরাসা শিক্ষাবোর্ড) বাংলাদেশ’’-এর কেন্দ্রীয় কার্যালয় ‘আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া’য় বোর্ডের সাধারণ পরিষদ, মজলিসে শোরা, পরীক্ষা কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হবে, ইনশা আল্লাহ।
উক্ত সভায় বিগত (১৪৪৩-৪৪হিজরী শিক্ষা বর্ষের) মারকাযী পরীক্ষার মেধাতালিকায় উত্তীর্ণ ছাত্রদেরকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।
অতএব, আশা করি, ইত্তেহাদের অন্তর্ভুক্ত মাদরাসাসমূহের সম্মানিত মুহতামিমগণ; সংশ্লিষ্টদেরকে নিয়ে যথাসময়ে উপস্থিত হয়ে সভাকে সাফাল্যমণ্ডিত করবেন।