২৮ ফেব্রুয়ারি ও ১ ও ২ মার্চ (বুধ, বৃহস্পতি ও জুমাবার) বাংলাদেশ তাহফীজুল কুরআন সংস্থার উদ্যোগে ৩ দিনব্যাপী ৩৯তম হিফজুল কুরআন শিক্ষাপ্রতিযোগিতা এবং জুমাবার ৯ম হিফজুল হাদিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ৪৯৩টি মাদরাসা থেকে (৩০ পারা) ১ম গ্রুপে ৪৪৪ জন এবং (১৫ পারা) ২য় গ্রুপে ৪৮১ জন, সর্বমোট ৯২৫ জন প্রতিযোগী অংশ গ্রহণ করবে।
অন্যান্য বারের ন্যায় এবারোও হিফজুল কুরআন প্রতিযোগিতা দু’পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব-সাধারণ প্রতিযোগিতায়: যা ৪৯৩টি মাদরাসা থেকে আগত (৩০ পারা) ১ম গ্রুপে ৪৪৪ জন এবং (১৫ পারা) ২য় গ্রুপে ৪৮১ জন, সর্বমোট ৯২৫ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় পর্ব-বিশেষ প্রতিযোগিতা: যা প্রথম পর্বে অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রথম সারিতে উত্তীর্ণ ১০ জন করে মোট ২০ জনকে নিয়ে ১৫ তম বিশেষ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এবং হাদিস প্রতিযোগিতায় ১ম ও ২য় গ্রুপে মোট ৪৩ জন প্রতিযোগী অংশ গ্রহণ করবে।
বিজয়ীদের পুরস্কার:
বিশেষ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রথম তিনজনকে বিজয়ী ঘোষণা করা হবে এবং বিশেষ পুরস্কার ও সনদ প্রদান করা হবে। সাধারণ প্রতিযোগিতায় অংশগ্রণকারীদের মধ্য থেকে বিজয়ী সকলকে পুরস্কার ও সনদ প্রদান করা হবে।
হাদিস প্রতিযোগিতায় প্রত্যেক গ্রুপে ১ম-৫ম স্থান অধিকারী সকলকে পুরস্কৃত করা হবে।
উভয় প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার ও সনদ প্রদানের পাশাপাশি সকল অংশগ্রহণকারীদেরকে সান্তানা পুরস্কার এবং তাদের শিক্ষকমণ্ডলীকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
জুমাবার বাদে মাগরিব পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, বিশেষ ও সান্তানা পুরস্কার ও সম্মাননা বাবদ ৫,৮৮,৪৫০/= টাকা এবং আগত প্রতিযোগীবৃন্দ ও উস্তাদদের সাত বেলা মেহমানদারি ও অন্যান্য খরচ বাবদ ৬,৬২০,৫০/= টাকা। মোট ১২,৫০,৫০০/= টাকা সংস্থার পক্ষ থেকে খরচের বাজেট ঘোষণা করা হয়েছে।
প্রতিযোগিতার সফলতা ও কামিয়াবির জন্য সকলের কাছে দোয়া কামনা করা হচ্ছে।
শুভেচ্ছান্তে
সভাপতি সাধারণ সম্পাদক
মুফতি আবদুল হালীম বুখারী আল্লামা রহমতুল্লাহ কাউসার নিজামী
বাংলাদেশ তাহফীজুল কুরআন সংস্থা