আগামীকাল ১৬ই শাওয়াল ১৪৪৩ হিজরী, মোতাবেক ১৮ই মে ২০২২ খৃষ্টাব্দ (বুধবার) থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম দীনি শিক্ষানিকেতন ‘আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া’র ১৪৪৩-১৪৪৪ হিজরী শিক্ষাবর্ষের নির্ধারিত রুটিন অনুযায়ী সকল বিভাগের ‘উদ্ভোধনী দরস’ যথানিয়মে আরম্ভ হবে, ইনশাআল্লাহ।
উল্লেখ্য যে, গত ৬ই শাওয়াল(রবিবার) থেকে জামিয়ার সকল বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হয় এবং ১৪ ই শাওয়াল সমাপ্ত হয়।
প্রতিদিন জামিয়ার দরস আরম্ভ হয় সকাল ১০:৩০ মিনিট থেকে এবং সমাপ্ত হয় বিকাল ৪:৩০ মিনিটে। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত বিরতি। মাগরিবের পর থেকে এশা পর্যন্ত তাকরার (পুনঃপাঠ) ও অধ্যয়ন। এশার নামাযের পর থেকে ১০:৩০ মিনিট পর্যন্ত ব্যক্তিগত অধ্যয়ন। অতঃপর ঘুম ও বিশ্রাম এবং ভোর ৩ ঘটিকার সময় জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামায আদায় করতঃ অধ্যয়নে নিমগ্ন হওয়া; জামিয়ার অবশ্য পালনীয় রুটিন হিসেবে ধর্তব্য।