আগামীকাল জামিয়া পটিয়ার সকল বিভাগের দরস আরম্ভ
আগামীকাল ১৩ই মুহাররম ১৪৪২ হিজরী, মোতাবেক ২রা সেপ্টেম্বর, ২০২০ খৃষ্টাব্দ (বুধবার) থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম দীনি শিক্ষানিকেতন, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় ‘আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া’র ১৪৪১-১৪৪২হিজরী শিক্ষাবর্ষের নির্ধারিত রুটিন অনুযায়ী সকল বিভাগের ‘উদ্ভোধনী দরস’ যথানিয়মে আরম্ভ হবে, ইনশা আল্লাহ।
স্মর্তব্য, প্রতিদিন জামিয়ার দরস আরম্ভ হয় সকাল ১০:৩০ থেকে এবং সমাপ্ত হয় বিকাল ৪:৩০ মিনিটে। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত বিরতি। মাগরিবের পর থেকে এশা পর্যন্ত তাকরার (পুনঃপাঠ) ও অধ্যয়ন। এশার নামাযের পর থেকে ১০:৩০ পর্যন্ত ব্যক্তিগত অধ্যয়ন। অতঃপর ঘুম ও বিশ্রাম এবং ভোর ৩ ঘটিকার সময় জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামায আদায় করতঃ অধ্যয়নে নিমগ্ন হওয়া; জামিয়ার অবশ্য পালনীয় রুটিন হিসেবে ধর্তব্য।
উল্লেখ্য যে, গত ৯ই মুহাররম (শনিবার) থেকে জামিয়ার সকল বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হয়। ভর্তি কার্যক্রম অব্যহত রেখেই আগামীকাল (বুধবার) থেকে দরস আরম্ভ হচ্ছে। শিক্ষার্থীরা দরসের পাশাপাশি সময়-সুযোগে অসমাপ্ত ভর্তি কার্যক্রম সমাপ্ত করবে।