আকুল আবেদন

মুসলিম মিল্লাতের প্রিয় ভাই-বোনেরা,

ইয়াহুদী, খ্রিষ্টান, হিন্দু, বৌদ্ধ ও অন্যান্য ধর্ম থেকে যারা পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেদের জীবনকে ধন্য করেছে, একমাত্র আল্লাহপাকের সন্তুষ্টির লক্ষ্যে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করা আমাদেরই দায়িত্ব। নিজেদের ঘরবাড়ি থেকে বিতাড়িত, অর্থ-সম্পদ থেকে বঞ্চিত, অবহেলিত এবং অতি আপনজনের হৃদয়গত প্রেম ও ভালবাসাকে প্রত্যাখান করে যারা একমাত্র আল্লাহ ও রাসূল সা. এর প্রেমে পবিত্র মক্কার মুহাজিরদের দৃষ্টান্ত স্থাপন করলো, তাদের সাহায্যার্থে আমাদেরকে মদীনার আনসারদের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। সুতরাং আল্লাহর দেওয়া সম্পদ থেকে এককালীন চাঁদা, জাকাত, সদকা ও ফিতরার একটা অংশ ‘নও মুসলিম ফাউন্ডেশন বাংলাদেশ’ এর ফান্ডে দান করে নিঃস্ব, অসহায় ও আশ্রয়হীন নও মুসলিমদের সাহায্যে এগিয়ে আসার জন্যে আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি।

 

                                                                যোগাযোগ:

আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ                                                   অধ্যাপক সিরাজুল ইসলাম

সভাপতি, নও মুসলিম ফাউন্ডেশন বাংলাদেশ                   সাধারণ সম্পাদক, নও মুসলিম ফাউন্ডেশন বাংলাদেশ

মুহতামিম, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া              অধ্যাপক, বাংলা সহিত্য ও গবেষণা বিভাগ, জামিয়া পটিয়া

মোবাইল: ০০৮৮-০১৬৭১৩৩৭৭৮৮                                           মোবাইল: ০০৮৮-০১৮৪৮৩৩৮৮৯৪

হিসাব নং: ০২০৪০৯৭৫, ইসলামী ব্যাংক, পটিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ