অনলাইন ভর্তি ফরম

এতদ্বারা ‘আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া’র (১৪৪১-১৪৪২ হিজরী শিক্ষাবর্ষের) ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ (১৩ই শাওয়াল মোতাবেক ৬ই জুন ২০২০ খৃষ্টাব্দ, শনিবার) থেকে জামিয়ার অনলাইন ভর্তি কার্যক্রম আরম্ভ হয়েছে। ভর্তিচ্ছুক ছাত্রদেরকে নিম্নের লিংকে গিয়ে ভর্তি কার্যক্রম সম্পাদন করতে বলা হচ্ছে। আগামী  ১৮ই শাওয়াল (বৃহস্পতিবার) পর্যন্ত ভর্তি কার্যক্রম চালু থাকবে। অতএব, আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে ভর্তিকার্য সম্পন্ন করবেন।

অনলাইন ফরম পূরণের নিয়মাবলী

১. প্রথমে লিংকে গিয়ে ভালোভাবে ফরমটি পাঠ করবেন।

২. ‘শিক্ষার্থীদের জন্য অনুসরণীয় নীতিমালা’ শিরোনামে লিখিত নীতিমালাটি স্বজ্ঞানে ও সুস্থ-মস্তিস্কে পড়েবেন এবং তা মেনে চলার অঙ্গিকার পূর্বক (৺) রাইট চিহ্ন বসাবেন।

৩. অতঃপর ধারাবাহিকভাবে ফরমের শূন্যস্থানগুলো যথাযথভাবে পূরণ করবেন। ফরম সাবমিট করার পর পুনরায় শুদ্ধ করার সুযোগ থাকবে না।

৪.অনলাইন ফরমটি জামিয়ার ঠিকানায় পৌঁছার পরপরই ফরমে প্রদত্ত ইমেইলে এটি বার্তা পাঠানো হবে। পরবর্তীতে ঐ বার্তার প্রিন্ট কপি নিয়ে জামিয়ায় উপস্থিত হবেন।

৫. একটি ইমেইল থেকে একাধিক ফরম পূরণ করা যাবে।

৬. একজন শিক্ষার্থীর একাধিক ফরম গ্রহণযোগ্য নয়। কারো একাধিক ফরম পাওয়া গেলে সবটি বাতিল বলে গণ্য হবে।

৭. ভর্তি ফি ও দাফতরিক কার্যক্রম পরবর্তী ঘোষণার পর জামিয়ায় উপস্থিত হয়ে সম্পন্ন করবেন।

৮. পটিয়া উপজেলায় করোনা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে কেবলমাত্র অনলাইনেই ভর্তি কার্য সম্পাদন করতে হবে। তালিকাভুক্ত শিক্ষার্থী ব্যতীত অন্য কোন শিক্ষার্থী জামিয়া ক্যাম্পাসে অবস্থান করবে না।

৯. এ বছর জামিয়া পটিয়ায় সীমিত আকারে ছাত্র ভর্তি করা হবে। দাওরায়ে হাদীসে সর্বমোট  ৭০০, উলা-কামেলাইনে ৫০০ এবং জামাতে সিউমে ৩০০ জন ছাত্র ভর্তি করা হবে। অতএব, আগ্রহী ছাত্ররা দ্রুত ভর্তি নিশ্চিত করবেন।

১০. পরবর্তী নির্দেশনা মোতাবেক ইমেলে পাঠানো বার্তাটি নিয়ে জামিয়ায় স্বশরীরে  উপস্থিত হয়ে শিক্ষকমণ্ডলী কর্তৃক লেবাস-পোষাক, আচার-আচারণ,  চাল-চলন ও চুল-দাঁড়ি যাচায় পূর্বক ভর্তিকার্য সম্পন্ন করবেন।

১১.  দুইটি ফরম লিংক দেয়া হবে। একটি সাধারণ বিভাগের জন্য অপরটি তাখাচ্চুছাত ও শর্টকোর্স বিভাগের জন্য।

সাধারণ বিভাগের ফরম পাওয়ার জন্য এখানে ক্লিক করুন

তাখাচ্চুছাতা ও শর্টকোর্সের ফরম পেতে এখানে ক্লিক করুন

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ